Jacqueline Fernandez: দেশ ছেড়ে বেরোতে পারবেন না, মুম্বই বিমানবন্দরেই আটকানো হল জ্যাকলিনকে

Enforcement Directorate: জ্যাকলিনের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। সেই কারণেই দেশ ছাড়তে দেওয়া হয়নি অভিনেত্রীকে।

Jacqueline Fernandez: দেশ ছেড়ে বেরোতে পারবেন না, মুম্বই বিমানবন্দরেই আটকানো হল জ্যাকলিনকে
জ্যাকলিন ফার্নান্ডেজ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2021 | 7:57 PM

মুম্বই : মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আটকে দেওয়া হল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়কে (Jacqueline Fernandez)। নিজের এক শোয়ের জন্য দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু তা আর যাওয়া হল না। আজ মুম্বই বিমানবন্দরে ইমিগ্রেশন আধিকারিকরা তাঁকে আটকে দেন। জ্যাকলিনের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। সেই কারণেই দেশ ছাড়তে দেওয়া হয়নি অভিনেত্রীকে।

সম্প্রতি ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সুকেশ চন্দ্রশেখর সংক্রান্ত মামলায় বলিউডের তারকা অভিনেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আৎ সেই কারণেই দেশ ছেড়ে বেরোনোর অনুমতি দেওয়া হল না অভিনেত্রীকে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় সুকেশ চন্দ্রশেখর এবং অন্যান্য বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে। গোয়েন্দা সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই এমন কিছু প্রমাণ পেয়েছেন, যা ইঙ্গিত করে ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নাকি জ্যাকলিনকে টাকা পাঠিয়েছিলেন। সেই সংক্রান্ত লেনদেনের বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসেছে বলে খবর।

প্রসঙ্গত, দিল্লি পুলিশের ইকনমিক অফেনসেস উইং এর আগে সুকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর চেন্নাইয়ের বাংলোতে তল্লাশি চালিয়ে ৮২ লক্ষ টাকা, দুই কেজি সোনা, ১৬টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডির কর্তারা। তা থেকেই জ্যাকলিনের নাম সামনে আসে। জারি হয় সমনও। ইডির দফতরে তাঁকে ডেকে পাঠিয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পি এম এল এ) নিরিখে তাঁর বয়ানও রেকর্ড করা হয়। যদিও জ্যাকলিনের তরফে জানানো হয়েছিল সুকেশ কাণ্ডে শুধুমাত্র সাক্ষী হিসেবে তাঁকে তলব করা হয়েছে।

সম্প্রতি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে জ্যাকলিনের গালে চুম্বন দিচ্ছেন সুকেশ। সুকেশ বিবাহিত। তিনি ও তাঁর স্ত্রী রিনা এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত।

সূত্র বলছে, জ্যাকলিনের সঙ্গে সুকেশের ওই ছবি এই বছরেরই এপ্রিল-জুন মাস নাগাদ তোলা হয়েছিল। সেই সময় সুকেশ অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, সেই সময়ই জ্যাকলিনের সঙ্গে নাকি প্রায় চার বার দেখা হয়েছিল সুকেশের। অভিনেত্রীর জন্য ব্যক্তিগত বিমানেরও ব্যবস্থা করে দিয়েছিলেন সুকেশ। এর আগে সুকেশের আইনজীবী দাবি করেছিলেন, সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলেন জ্যাকলিন। যদিও জ্যাকলিনের তরফে তা অস্বীকার করা হয়।

আরও পড়ুন : Omicron Symptoms : দুর্বল শরীর, গলায়-গায়ে ব্যাথার অনুভূতি; ওমিক্রনে আক্রান্ত পাঁচ ব্যক্তির মধ্যে কী কী উপসর্গ?