সিনেমা-জীবন থেকে ছুটি নিতে চলেছেন ‘নিউ ওয়েভ’ সিনেমার জনক জঁ-লুক গদার
জ্যাঁ-লুক গদার। ‘নিউ ওয়েভ’ সিনেমার জনক। বিশ্ব-সিনেমার ইতিহাসে প্রতিভূ। তিনি এবার ছুটি নিতে চান সিনেমা থেকে।
বয়স হয়েছে ৯০। তবু অক্লান্ত তিনি। এখনও ভাবনার পেয়ালায় তুফান ওঠাতে পারেন। এখনও বানাতে পারেন ‘দ্য ইমেজ বুক’-এর মত ছবি। তিনি প্রবাদপ্রতিম পরিচালক জঁ-লুক গদার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সিনেমা-জীবন থেকে তিনি ছুটি নিতে চলেছেন।
জঁ-লুক গদার। ‘নিউ ওয়েভ’ সিনেমার জনক। ১৯৬০ সালে তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি ‘ব্রেথলেস’ নতুন এক সিনেমার ভাষা জন্ম দেয়। এরপর ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউ এস এ’-এর মতো একের পর এক কালজয়ী ছবি উনি আমাদের উপহার দিয়েছেন। সিনেমার নিজস্ব ভাষা তৈরিতে যে সমস্ত বিশ্ব-সেরা পরিচালকদের অবদান আছে,তাঁদের মধ্যে অন্যতম জঁ-লুক গদার। তাঁর সমসাময়িক কালজয়ী পরিচালকরা, বার্গম্যান, ত্রুফো, আন্তনিওনি, ফেলিনি, তারকোভস্কি আজ আর কেউ বেঁচে নেই। গদার বিশ্ব-সিনেমার ইতিহাসে প্রতিভূ। তিনি এবার ছুটি নিতে চান সিনেমা থেকে।
সম্প্রতি অনুষ্ঠিত হল কেরালা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের পক্ষ থেকে প্রায় ৮৫ মিনিটের একটা ‘ভার্চুয়াল’ সাক্ষাৎকার নেওয়া হয় গদারের। সেখানেই তিনি বলেন “আমি আমার সিনেমা-জীবন শেষ করতে চলেছি। আর দুটো স্ক্রিপ্ট আমার কাছে আছে, ওই দুটো ছবি করেই গুডবাই সিনেমা।”
আরও পড়ুন :ব্র্যাঞ্জেলিনার সঙ্গে সইফিনার তুলনা, শুনে কী বলেছিলেন ব্র্যাড পিট?
গদার শেষ ছবি বানিয়েছেন ২০১৮-তে। ‘দ্য ইমেজ বুক’। এই ছবি কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্যাম ডি’অর’ সম্মান পায়। তাঁর দুটো ছবির চিত্রনাট্য লেখা শেষ। ‘ফানি ওয়ারস’ এবং ‘সিনারিও’। এই দুটো ছবি বানিয়েই সিনেমাকে ‘গুডবাই’ বলবেন ‘নিউ ওয়েভ’ সিনেমার জনক।