বার্থ ডে কেক কাটলেন মিমি, কিন্তু আজ তাঁর জন্মদিন নয়!

আজ তো মিমির জন্মদিনই নয়। তাহলে কার জন্মদিন সেলিব্রেট করছেন মিমি?

বার্থ ডে কেক কাটলেন মিমি, কিন্তু আজ তাঁর জন্মদিন নয়!
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Jan 30, 2021 | 8:55 PM

টেবিলে রাখা সুদৃশ্য কেক। উপরে রয়েছে হ্যাপি বার্থ ডে স্টিক। কেক কাটছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। গানও গাইছেন তিনি। ভাবছেন, মিমিকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানাবেন? না! আজ তো মিমির জন্মদিনই নয়। তাহলে কার জন্মদিন সেলিব্রেট করছেন মিমি?

logo2

আজ ম্যাক্সের জন্মদিন। চার বছরের জন্মদিন হল ম্যাক্সের। মা হিসেবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ম্যাক্স হল মিমির আদরের পোষ্য। নায়িকার আরও এক পোষ্য রয়েছে যার নাম চিকু। মিমির পোষ্য প্রেম কারও অজানা নয়। তাই পোষ্যের জন্মদিন সেলিব্রেট করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। টলি ইন্ডাস্ট্রির ঋতাভরী চক্রবর্তী, পার্নো মিত্র, ঐন্দ্রিলা সেনের মতো পোষ্য প্রেমী অনুরাগীরা ম্যাক্সকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

মিমির পোষ্য প্রেম কিন্তু শুধুমাত্র বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। রাস্তার কুকুরদের জন্যও তিনি বিভিন্ন সময় বিভিন্ন সেবামূলক কাজ করেন। করোনা পরিস্থিতিতে সকলের কাছে পথের কুকুরদের খাওয়ানোর অনুরোধ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। একাধিক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, দিনভর ব্যস্ততার শেষে ম্যাক্স এবং চিকুর সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তিনি। ম্যাক্সের জন্মদিন পালনও সেই সেলিব্রেশনেরই অঙ্গ।