অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে এনসিবির অভিযান

Tv9 বাংলা ডিজিটাল: অভিনেতা অর্জুন রামপালের (Arjun Rampal) বাড়িতে এনসিবির (NCB) অভিযান সোমবার সকালে অভিনেতা অর্জুন রামপালের মুম্বইয়ের বাড়িতে অভিযান চালাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বাজেয়াপ্ত করা হয়েছে অভিনেতার ইলেকট্রনিক্স গ্যাজেটস। কয়েক মাস ধরে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগ সম্পর্কিত নানা বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে এনসিবি। গত অক্টোবর মাসে, অর্জুন রামপালের বান্ধবী এবং লিভ ইন […]

অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে এনসিবির অভিযান
অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে এনসিবির অভিযান
Follow Us:
| Updated on: Nov 09, 2020 | 12:15 PM

Tv9 বাংলা ডিজিটাল: অভিনেতা অর্জুন রামপালের (Arjun Rampal) বাড়িতে এনসিবির (NCB) অভিযান সোমবার সকালে অভিনেতা অর্জুন রামপালের মুম্বইয়ের বাড়িতে অভিযান চালাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বাজেয়াপ্ত করা হয়েছে অভিনেতার ইলেকট্রনিক্স গ্যাজেটস। কয়েক মাস ধরে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগ সম্পর্কিত নানা বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে এনসিবি। গত অক্টোবর মাসে, অর্জুন রামপালের বান্ধবী এবং লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের (gabriella demetriades) ভাই অ্যাজিসিলাওস ডিমেট্রিয়াডেসের বাড়িতে অনুসন্ধান চালিয়ে হাসিস এবং অ্যালপ্রাজোলামের মতো নিষিদ্ধ ট্যাবলেট পেয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, সুশান্ত-রিয়া চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে অ্যাজিসিলাওস তাদের মধ্যে অনেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। অ্যাজিসিলাওসকে গ্রেফতারও করা হয়। এরপরে তিনি এনডিপিএস আদালতে জামিনের জন্য আবেদন করেন এবং শর্তে অ্যাজিসিলাওসকে জামিন দেওয়া হয়েছিল। পরে, এনসিবি আবারও ধর্ম প্রোডাকশনের কর্মী ক্ষিতিজের সাথে জড়িত আরেক ড্রাগ মামলায় অ্যাজিসিলাওসকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়।

প্রসঙ্গত, গতকাল বলিউড প্রযোজক ফিরোজ নাদিওয়ালার স্ত্রীকে গ্রেফতার করে অ্যান্টি ড্রাগ এজেন্সি। তাঁর মুম্বইয়ের বাড়ি থেকে ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।