এই প্রথম জুটি বাঁধছেন অক্ষয় কুমার এবং নুসরত বারুচা
অক্ষয় কুমার এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত 'রাম সেতু'-তে নতুন চমক। এই চমকের নাম নুসরত বারুচা। এই প্রথম অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
পরিচালক অভিষেক শর্মার নতুন ছবি ‘রাম সেতু’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। এ খবরই ছড়িয়ে ছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখন শোনা যাচ্ছে এটাই ফাইনাল কাস্টিং নয়। নতুন চমক ‘রাম সেতু’-তে। এই চমকের নাম নুসরত বারুচা। তিনিও অভিনয় করছেন এই ছবিতে। এই প্রথম অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন নুসরত বারুচা।
নুসরত বারুচা সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন এই খবর। স্ক্রিপ্ট রিডিংয়ের একটা ছবি নুসরত নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার এবং জ্যাকলিন ফার্নান্ডেজের পাশে বসে নুসরত স্ক্রিপ্ট শুনছেন।
View this post on Instagram
নুসরতের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন নুসরত ‘রাম সেতু’ নিয়ে খুবই উত্তেজিত। এই প্রথম অক্ষয় কুমারের সঙ্গে তিনি কাজ করছেন। আর অক্ষয় কুমারের খুব বড় ফ্যান তিনি। তাঁর মত অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে নুসরত দারুণ খুশি। সম্প্রতি অক্ষয় কুমারের ইনস্টাগ্রাম থেকে ‘রাম সেতু’-র একটি ছবি পুনরায় পোস্ট করে লিখেছেন, “ ‘রাম সেতু’ টিমের অংশ হতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। চল, এবার একসঙ্গে কাজ করা যাক।”
আরও পড়ুন :বিজেপি রাজনৈতিক দলই নয়! আবার মুখ খুললেন কঙ্গনা
নুসরত বারুচার পাইপ লাইনে এখন পর পর ছবি। সানি কৌশলের সঙ্গে ‘হরদঙ্গ’ এবং ওমাঙ্গ কুমারের ‘জনহিত ম্যায় জারি’ ছবিতে তাঁকে দেখা যাবে।