সেপ্টেম্বরের কত তারিখে সন্তানের জন্ম দেবেন দীপিকা? ফাঁস হল নতুন তথ্য
Bollywood: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সুখবর এল বলে। সেপ্টেম্বরেই মা হবেন দীপিকা পাড়ুকোন। বাবা হবেন রণবীর সিং। কিন্তু এখনও তারিখ জানা যায়নি। তারকা জুটির অনুরাগীরা উগগ্রীব হয়ে রয়েছেন যে কবে নতুন অতিথি আসার সুখবর পাওয়া যাবে। সেপ্টেম্বরের প্রথমে না কি শেষে কোন সময়ে আসবে নতুন অতিথি?
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সুখবর এল বলে। সেপ্টেম্বরেই মা হবেন দীপিকা পাড়ুকোন। বাবা হবেন রণবীর সিং। কিন্তু এখনও তারিখ জানা যায়নি। তারকা জুটির অনুরাগীরা উগগ্রীব হয়ে রয়েছেন যে কবে নতুন অতিথি আসার সুখবর পাওয়া যাবে। সেপ্টেম্বরের প্রথমে না কি শেষে কোন সময়ে আসবে নতুন অতিথি? এই একটাই প্রশ্ন চলছে আর যে খুব বেশি দেরি নেই সেটা অগস্ট শেষ হতে না হতেই বোঝা যাচ্ছে। এবার ফাঁস হয়ে গেল তারকা জুটির সন্তান আগমনের দিন।
কিন্তু কোন তারিখে ভূমিষ্ঠ হবে দীপিকা আর রণবীরের সন্তান। সঠিক ভাবে তো আর সেই তারিখ বলা সম্ভব নয়। তবে তাঁদে পরিবার সূত্রে খবর ২৮ সেপ্টেম্বর সাউথ বম্বের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেবেন নায়িকা। তবে এই তারিখেই যে জন্মাবে সে তা নিশ্চিত করে কখনও বলা যায় না। সময় সাধারণত একটু এগিয়ে আসে। এই মুহূর্তে কাজ থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। সন্তানের জন্য অনেক পরিকল্পনাও রয়েছে তাঁদের। শোনা যাচ্ছে. নায়িকা আপাতত ব্যস্ত তাঁর সন্তানের জন্য নার্সারি তৈরি করতে। এসে সেই ঘরেই থাকবে রণবীর-দীপিকার সন্তান।
উল্লেখ্য, তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর অভিনেত্রী জীবনের এই অধ্যায়টা চুটিয়ে উপভোগ করছেন। এই বছরটা মাতৃত্বকালীন ছুটিতেই রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ২০২৫ সালে আবার কাজে ফিরবেন তিনি। প্রয়োজন হলে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত তিনি বিরতিতেই থাকবেন। তবে এখনও পর্যন্ত নায়ক বা নায়িকা বিবৃতি দিয়ে এ প্রসঙ্গে কিছু জানায়নি। তবে এবার দিনগোনার পালা। আর মাত্র কয়েকটা সপ্তাহ। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। পাশাপাশি পাল্টাতে চলেছে দীপিকা ও রণবীরের জীবনও। সন্তান জন্ম নিলে তাঁরা প্রথম নতুন বাড়িতে পা রাখবেন। যা তৈরি হচ্ছে বান্দ্রাতে। শাহরুখ খানের বাড়ি মন্নত-এর পাশেই অবস্থিত এই অ্যাপার্টমেন্ট। সন্তান নিয়ে নতুন বাড়িতেই দম্পতি পা রাখবেন বলে খবর। যে বাড়ি তৈরির মূল্য মোট ১০০ কোটি টাকা। শেষ পর্যায়ের কাজ চলছে পুরো দমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োও।