‘মি টু নয়, আইন তৈরির জন্য বুদ্ধিমতী মহিলা দরকার’, চাঁচাছোলা বক্তব্য রাইমার

Raima Sen: আরজি কর কাণ্ড নিয়ে সরব গোটা রাজ্য, দেশ। ৯ অগস্টের ঘটনাকে কেন্দ্র করে পথে নেমেছেন টলিপাড়ার শিল্পীরা। ন্যায় বিচার চেয়ে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন বলিউড তারকারাও। এবার মুখ খুললেন অভিনেত্রী রাইমা সেন। বলিউড থেকে টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই তাঁর অবাধ যাতায়াত। এই ঘটনা পর বিতর্ক যেন আরও বেড়ে গিয়েছে।

'মি টু নয়, আইন তৈরির জন্য বুদ্ধিমতী মহিলা দরকার', চাঁচাছোলা বক্তব্য রাইমার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2024 | 4:43 PM

আরজি কর কাণ্ড নিয়ে সরব গোটা রাজ্য, দেশ। ৯ অগস্টের ঘটনাকে কেন্দ্র করে পথে নেমেছেন টলিপাড়ার শিল্পীরা। ন্যায় বিচার চেয়ে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন বলিউড তারকারাও। এবার মুখ খুললেন অভিনেত্রী রাইমা সেন। বলিউড থেকে টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই তাঁর অবাধ যাতায়াত। এই ঘটনা পর বিতর্ক যেন আরও বেড়ে গিয়েছে। চারিদিক থেকে একাধিক ঘটনা উঠে আসছে। এমনকি বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকারা তাঁদের সঙ্গে হওয়া হেনস্থা, শারীরিক নির্যাতন নিয়ে মুখ খুলেছেন। মালায়ালম থেকে কলকাতা প্রতিটি ইন্ডাস্ট্রির অন্দরে অনেক নায়িকার সঙ্গেই এমন অনেক কিছু ঘটেছে। নায়িকারা যে যৌননিগ্রহের শিকার হয়েছেন এই তথ্যও উঠে এসেছে বিভিন্ন সময়ে। আর যত বার এমন সব ঘটনা প্রকাশ্যে আসছে প্রতিবাদের সুর আরও কড়া হচ্ছে। এ পরিস্থিতিতে দাঁড়িয়ে আর চুপ থাকতে পারলেন না রাইমা।

মুম্বইয়ে একটি সাক্ষাৎকারের সময় তিনি বলেন,”আমি নিশ্চিত এটা সব ইন্ডাস্ট্রিতে হয়। যদিও আমি এমন কিছুর কখনই সম্মুখীন হইনি তাই এই বিষয়ে কিছু মন্তব্য করব না। কিন্তু ঘটে বিষয়টা। মহিলাদের নিরাপত্তার জন্য কঠোর আইন আনা জরুরি। তাও এখনই। মি টু মুভমেন্ট তো ভারতে হয়েছে, কিন্তু তারপর কিছু বদলেছে কী? ধর্ষণ আটকানোর একমাত্র উপায় হচ্ছে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। যৌন নিগ্রহের ঘটনা সর্বত্রই ঘটে। বারবার এই মি টু করে কোনও লাভ নেই।” নায়িকার বক্তব্য, একজন নারীই আর এক নারীকে আগলে রাখতে পারে। তিনি যোগ করেন,”যে কোনো রাজ্য বলুন বা যে কোনও রাজনৈতিক নেতা এটার বদল আনতে পারবে না, মহিলারা ছাড়া। দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে। আর প্রতিটা রাজ্যই অত্যন্ত ন্যক্কারজনক ভাবে কেসগুলো সামলাচ্ছে। আমাদের বুদ্ধিমতী আইন প্রণয়নকারী মহিলা দরকার সরকার এবং বিচার বিভাগ দুই জায়গাতেই।” উল্লেখ্য, তাঁকে শেষ বার দর্শক দেখেছিলে ‘দ্য নক্সাল স্টোরি ‘ নামক ছবিটিতে।