Janhvi-Deepak: মায়ের জন্য প্রবল চাপ জাহ্নবীর উপর, কেন বললেন অভিনেতা দীপক?

Janhvi-Deepak: শ্রীদেবীর হাত থেকে জীবনের প্রথম পুরস্কার নেওয়ার কারণেই আমার মনে হয়েছিল যে জাহ্নবীর সঙ্গে আমার ব্যক্তিগত সংযোগ রয়েছে।

Janhvi-Deepak: মায়ের জন্য প্রবল চাপ জাহ্নবীর উপর, কেন বললেন অভিনেতা দীপক?
মায়ের জন্য জাহ্নবী জীবনে প্রবল চাপ: দীপক
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2022 | 11:36 PM

মা শ্রীদেবী। ফলে জাহ্নবী কাপুরের উপর প্রবল রয়েছে। এমনটাই মনে করেন দীপক ডোবরিয়াল। তিনি জাহ্নবীর সঙ্গে ‘গুড লাক জেরি’ ছবিতে কাজ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপক ডোবরিয়াল তাঁর সহ অভিনেত্রী সম্পর্কে বলতে গিয়ে শ্রীদেবী প্রসঙ্গও তুলেছিলেন। কেন তিনি জাহ্নবীর সঙ্গে ব্যক্তিগত সংযোগ’ অনুভব করেন তাও বলেছেন। তিনি জানিয়েছেন যে তিনি শ্রীদেবীর কাছ থেকে ‘ওমকারা’ ছবির জন্য তাঁর প্রথম মূলধারার পুরস্কার পেয়েছিলেন। আর এটাই তাঁকে তাঁর সহঅভিনেত্রীর সঙ্গে জুড়ে দিয়েছে। ‘গুড লাক জেরি’ হল নয়নতারা এবং যোগী বাবু অভিনীত ২০১৮ সালের তামিল ছবি ‘কোলামাভু কোকিলা-র রিমেক। ছবিতে জাহ্নবী জয়া কুমারী ওরফে জেরির চরিত্রে অভিনয় করেছেন। যে বিহারের একজন বাসিন্দা। একসময় সে পঞ্জাবের এক ড্রাগ ডিলার হয়ে ওঠে। আর এই পথ বেছে নেওয়ার কারণ জেরির মায়ের ক্যান্সার ধরা পড়া। মায়ের চিকিৎসার খরচ চালানোর জন্য সে এই পেশায় আসতে বাধ্য হয়।

দীপক তাঁর সাক্ষাৎকারে ‘ওমকারা’র ছবির জন্য শ্রীদেবীর হাত থেকে পুরস্কার নেওয়ার  বিষয়ে বলেছেন, “শ্রীদেবীর হাত থেকে জীবনের প্রথম পুরস্কার নেওয়ার কারণেই আমার মনে হয়েছিল যে জাহ্নবীর সঙ্গে আমার ব্যক্তিগত সংযোগ রয়েছে। এমনকি যখন আমি শুটিং করতাম না, আমি তাঁকে অনুপ্রাণিত করার জন্য সেটে থাকতাম। তিনি যেভাবে বড় হয়েছেন, তা দেখে আমাকে আমার সন্তানদেরও এমন নির্দিষ্ট উপায়ে বড় করতে অনুপ্রাণিত করেছিল। তাঁর সরলতা, কাজের প্রতি আবেগ, শেখার কৌতূহল এবং ঝুঁকি নেওয়ার মনোভাব অসাধারণ। তিনি ‘গুড লাক জেরি’ ছবির সেটে থিয়েটার অভিনেতাদের মধ্যে ঘিরে থাকতেন। তিনি তাঁদের কাছ থেকে নৈপুণ্য সম্পর্কে নতুন জিনিসগুলি শেখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তিনি অভিনয় শেখার জন্য ক্রমাগত মুখিয়ে থাকতেন। জাহ্নবীর এই গুণ দেখে আমি তাঁর সম্পর্কে প্রশংসা করি।”

এখানেই থামেননি দীপক। তিনি আরও করে বলেন, “জাহ্নবী শ্রীদেবীজির মেয়ে এবং তাঁর উপর অনেক চাপ রয়েছে। সে খুব ছোট এবং তবুও তাঁরা তাঁকে রেহাই দেয় না। শুধুমাত্র তাঁর অভিনয়ের উপর ভিত্তি করে তাঁর প্রতিভা বিচার করা দর্শকদের পক্ষে কঠিন কারণ তাঁরা তাঁকে ক্রমাগত তাঁর মায়ের সঙ্গে তুলনা করতে চায়।” জাহ্নবী প্রযোজক বনি কাপুর এবং তার প্রয়াত স্ত্রী অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে।

সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত ছবিটি লিখেছেন পঙ্কজ মাট্টা। জাহ্নবী, দীপক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মিতা বশিষ্ট, নীরজ সুদ, সুশান্ত সিং এবং সৌরভ সচদেবা প্রমুখও। ৫ অগস্ট শুক্রবার ডিজিটাল প্ল্যাটর্ফমে মুক্তি পাবে এই ছবি।