Bollywood Flop: পরপর সব ফ্লপ, ‘বলিউড’ কি মৃত্যুর মুখে? মুখ খুললেন করণ জোহর
Karan Johar: স্বপক্ষে বেশ কিছু যুক্তিও দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, দর্শক সংখ্যা কমেছে এ কথা সত্য হলেও ছবি যদি ভাল হয় তবে তা চলবেই।
বলিউড– বহু মানুষের স্বপ্ন দেখার আশ্রয়, রুজি-রোজগারের একমাত্র উপায়। কিন্তু সেই বলিউডের কপালেই বর্তমানে চিন্তার ভাঁজ। একের পর এক ছবি ফ্লপ। রণবীর কাপুর থেকে সলমন খান, অক্ষয় কুমার– প্রথম সারির নায়কদের ছবি দেখবার জন্যও হলমুখো হচ্ছেন না দর্শক। অন্যদিকে দক্ষিণী ছবির মারকাটারি সাফল্যে বলিউড পরিচালকদের কপালে যে চিন্তার ভাঁজ জমেছে তা কান পাতলেই শোনা যাচ্ছে বলিউডের অন্দরে। প্রশ্ন, তবে কি দিনে দিনে বলিউড হারিয়ে যাবে? নাম লেখাবে ইতিহাসের পাতায়। মুখ খুলেছেন পরিচালক করণ জোহর।
বলিউড মৃত্যুপথযাত্রী, এ মানতে নারাজ তিনি। তাঁর মতে বলিউড শেষ হয়ে যাচ্ছে এ কথা যুক্তিহীন। স্বপক্ষে বেশ কিছু যুক্তিও দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, দর্শক সংখ্যা কমেছে এ কথা সত্য হলেও ছবি যদি ভাল হয় তবে তা চলবেই। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, “এ সবই ভীষণ বাজে কথা। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ আর ‘ভুলভুলাইয়া ২’ বেশ ভাল চলেছে। এ ছাড়াও ‘যুগ যুগ জিও’ও বেশ ভাল আয় করেছে। যে ছবি ভাল নয় সেই সব ছবি কোনওদিনও চলেনি, চলবেও না”।
করণের নিজের প্রযোজনা সংস্থা থেকে মুক্তিপ্রাপ্ত ছবি ‘যুগ যুগ জিও’ ৮৪ কোটির মতো ব্যবসা করেছে। অন্যদিকে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ও বেশ ভালই আয় করেছিল। ওই ছবির মোট আয় ছিল ১৮০ কোটি টাকা। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ২’ তো রীতিমতো সুপারহিট। ওই ছবি আয় করেছে ২৫০ কোটি টাকা। একদিকে যেমন এই সব ছবির আয় মোটামুটি ভালই অন্যদিকে সলমন খানে অন্তিম, অক্ষয় কুমারের সম্রাট পৃথ্বীরাজ বেশ খারাপ ফল করেছে। তবে করণ আশাবাদী। আগামী দিন্দে আমির খান-অক্ষয় কুমার ও শাহরুখ খানের বেশ কিছু ছবি আসতে চলেছে। তাঁদের হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বলিউড– এমনটাই আশা করছেন তিনি।