স্ট্রিমিং গাইড: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ওটিটি দুনিয়ায় কী কী সিরিজ-ছবি মুক্তি পেল? রইল তালিকা
আপনার জন্য রইল স্ট্রিমিং গাইড, অর্থাৎ এই উইকেন্ডে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত বেশ কিছু সিরিজ ও সিনেমার হদিশ। রবিবার বাইরে না বেরিয়ে আপনার দিন কাটতে পারে এই সব সিরিজ-ছবির সঙ্গেই...
রাত পোহালেই স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে কী কী সিনেমা দেখতে পারেন সে হদিশ আপনাকে আগেই দিয়েছে টিভিনাইন বাংলা। এ বার আপনার জন্য রইল স্ট্রিমিং গাইড, অর্থাৎ এই উইকেন্ডে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত বেশ কিছু সিরিজ ও সিনেমার হদিশ। রবিবার বাইরে না বেরিয়ে আপনার দিন কাটতে পারে এই সব সিরিজ-ছবির সঙ্গেই…
Bhuj The Pride of India
‘ভূজ: প্রাইড অফ ইন্ডিয়া’। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবি। যুদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ভূজ বিমান সারাতে গুজরাটের মাধাপুর গ্রামের ৩০০ জন স্থানীয় মহিলা এক হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। একাত্তরের যুদ্ধের সময় ভুজ বিমানবন্দরের দায়িত্বে ছিলেন বিজয় কর্ণিক… এই নিয়েই ছবিটি যা সম্প্রতি মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। ছবিতে দেখা গিয়েছে অজয় দেবগণ, সোনাক্ষী সিনহা, শরদ কেলকার সহ অনেককেই।
ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি। শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। সহকর্মীর বন্দুকটি দুর্ঘটনাক্রমে তাঁর মুখে লেগেছিল। নোরার কথায়, “আমরা যখন আসল টেক শুরু করি তখন কো-অর্ডিনেশন ঠিক হয়নি এবং অভিনেতা আমার মুখে বন্দুকটি ছুঁড়ে মারে, যার কারণে ধাতব বন্দুকের নল, যা সত্যিই খুব ভারী ছিল, আমার কপালে আঘাত করে এবং রক্তারক্তি হয়ে যায় ”। হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে।
Netrikkan
ছবিটি আদপে তামিল থ্রিলার ছবি। মুখ্য চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। ছবিটি পরিচালনা করেছেন মিলিন্দ রাও। যিনি ‘আভাল’ ছবির জন্য খ্যাত। প্রযোজনায় রয়েছে প্রযোজনা সংস্থা রাউডি পিকচারস। ছবিতে নয়নতারা একজন দৃষ্টিহীনের চরিত্রে অভিনয় করছেন। থ্রিলার ছবি তাই গল্পের প্লট লেখা হয়েছে এক সিরিয়াল কিলারকে কেন্দ্র করে যে চেন্নাইয়ের যুবতীদের হত্যা করে বেড়ায়। সেই ব্যক্তির পরবর্তী টার্গেট নয়নতারা। কী হয় তা জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে ডিজনি প্লাস হটস্টারে।
Modern Love Season 2
নিউ ইয়র্ক টাইমসের ‘মডার্ন লাভ’ কলাম থেকে অনুপ্রাণিত এই সিরিজ সম্পর্ক, প্রেম, বিরহ ও বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে। দেখতে পারবেন অ্যামাজন প্রাইমে। প্রথম সিজন জনপ্রিয় হয়েছিল। তাই এই সিজন নিরাশ করবে না বলেই ধারণা। সত্যি ঘটনা নিয়ে, তাই নিজের জীবনের সঙ্গে কোথাও গিয়ে মিল পেলেও পেতে পারেন আপনি। রবিবারের দুপুরে আপনার সঙ্গী হোক এই সিরিজটি। অভিনয় করেছেন, লুসি বয়নটন, টম ব্রুক, জো চাও সহ অনেকেই।
CODA
সতেরো বছরের এক মেয়ের জীবন নিয়ে তৈরি ছবি। পরিবারে সবাই বধির। একমাত্র শুনতে পায় সে। বাবা-মা যা বুঝতে পারে না তা বুঝিয়ে দেওয়াই রুবি-র কাজ। এই যাত্রাপথেই রুবি একদিন আবিষ্কার করে ভাল গান সে । ভর্তি হয় এক নামজাদা গানের স্কুলে। আর তখনই বিপত্তি। বাবা-মায়ের প্রতি দায়বদ্ধতা নাকি নিজের স্বপ্নের পিছনে ছুটে চলা— কী বেছে নেবে ওই বছর সতেরোর মেয়েটি? দেখতে পারবেন অ্যাপেল টিভি প্লাসে। মুখ্য ভূমিকায় রয়েছে এমিলিয়া জোনস।
এ ছাড়াও দেখতে পারেন Star Trek: Lower Decks Season 2… যা মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে। তালিকায় থাকুক Aunty Sudha Aunty Radha… মুক্তি পেয়েছে বুক মাই শো স্ট্রিমে।