Koffee With Karan 7: ‘কফি উইথ করণ’-এ করণ যে টাকা একটি এপিসোডে উপার্জন করেন, হেসেখেলে বাড়ি তৈরি করে ফেলতে পারবেন আপনি

Karan Johar: আপনি কি জানেন, শোয়ের সঞ্চালনা করার জন্য কতটাকা পারিশ্রমিক পান করণ?

Koffee With Karan 7: 'কফি উইথ করণ'-এ করণ যে টাকা একটি এপিসোডে উপার্জন করেন, হেসেখেলে বাড়ি তৈরি করে ফেলতে পারবেন আপনি
করণ জোহর।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 9:00 AM

এবার আর টিভির পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য স্ট্রিম করছে ‘কফি উইথ করণ’। এটি সপ্তম সিজ়ন। ইতিমধ্যেই দুটি এপিসোড স্ট্রিম করেছে। প্রথম এপিসোডে এসেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং। করণ পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির কাস্ট। দ্বিতীয় সিজ়নে এসেছিলেন এই প্রজন্মের বেস্টফ্রেন্ড ও প্রতিদ্বন্দ্বী সারা আলি খান ও জাহ্নবী কাপুর। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত শো ‘কফি উইথ করণ’। এই শোয়ে এসেই করণকে ‘মুভি মাফিয়া’, ‘নেপোকিং’ বলেছিলেন কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শোয়ের দিকে আরও বেশি আঙুল উঠেছিল। সেই জন্য কিছু সেলেব শোয়ে আসতে চাননি এবার। বেশ কিছু বদলও আনা হয়েছে ‘কফি উইথ করণ’-এ। যেমন ব়্যাপিড ফায়ার রাউন্ডের বিচার করবেন করণ নন, জনতা। কিন্তু আপনি কি জানেন, শোয়ের সঞ্চালনা করার জন্য কতটাকা পারিশ্রমিক পান করণ?

আপনার চোখ কপালে উঠবে। প্রতি এপিসোড পিছু ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন করণ জোহর। সিজ়ন পিছু ২২টি এপিসোড থাকবে। ফলে কম করে হলেও ৪০-৪৫ কোটি টাকা পারিশ্রমিক নেবেন করণ। ভাবতে পারছেন? একঘণ্টা সঞ্চালনার জন্য হাতে প্রায় ৩ কোটি টাকা!

‘কফি উইথ করণ’-এ সেলেবদের করা মন্তব্য অতীতে শিরোনাম তৈরি করেছে। কাউচে বসে কোনও তারকাকে বিয়ে করার ইচ্ছাপ্রকাশও বাস্তবায়িত হয়েছে। যেমন ক্যাটরিনা ও ভিকির বিয়ে হয়েছে। আলিয়া-রণবীরের বিয়ে হয়েছে। এই সিজ়নে সারা আলি খান বলেছেন তিনি বিজয় দেবেরাকোন্ডাকে পছন্দ করেন। তবে কেবল আলিয়া, রণবীর, সারা, জাহ্নবী নন, তালিকায় আরও চমক আছে। এই শোয়ে এসেই নাকি পুত্র আরিয়ান খানের মাদক-কাণ্ডে গ্রেফতারির প্রসঙ্গে কথা বললেন গৌরী খান। শোয়ে আসবেন সামান্থা রুথ প্রভু, প্রভাসের মতো দক্ষিণের তারকারাও।