Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Isha Koppikar: ‘খল্লাস’-এর সাফল্যের পরেও কেন ছোট চরিত্রেই অভিনয় করতে হল ঈশা কোপিকরকে?

Isha Koppikar: ঈশা জানাচ্ছেন ফিল্মি দুনিয়া থেকে দূরে ছিল না। ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করেছেন। আবার সন্তানের জন্ম দেওয়ার তিন মাসের মধ্যেও কাজে ফিরেছেন তিনি।

Isha Koppikar: 'খল্লাস'-এর সাফল্যের পরেও কেন ছোট চরিত্রেই অভিনয় করতে হল ঈশা কোপিকরকে?
ঈশা কোপিকর।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 4:36 PM

ঈশা কোপিকর। নামটা মনে আছে নিশ্চয়ই। যদি নাও মনে থাকে তবে খল্লাস গার্ল বললে নিশ্চয়ই তাঁকে আপনি চিনতে পারবেন। কোম্পানি ছবিতে সেই মারকাটারি গান-নাচ। তারপরেও কোথায় গেলেন ঈশা? কেন মেনস্ট্রিম ছবির মুখ হতে পারলেন না তিনি? কেন ছোট খাট চরিত্রেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে? মুখ খুললেন অভিনেত্রী।

ঈশা জানাচ্ছেন ফিল্মি দুনিয়া থেকে দূরে ছিল না। ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করেছেন। আবার সন্তানের জন্ম দেওয়ার তিন মাসের মধ্যেও কাজে ফিরেছেন তিনি। তাঁর কথায়, “হয়তো মনে হতে পারে আমি খুব বেশি ছবি করিনি। তবে বেশ কিছু ছবিতে আমি কাজ করেছি/ হতে পারে চোখে পড়ার মতো চরিত্রে আমি অভিনয় করিনি, কারণ আমার কাছে কন্টেন্টই হল আসল। এই কুড়ি বছরে অভিনেতা-অভিনেত্রীদের জীবনেও যে অনেক পরিবর্তন এসেছে সে কথা খানিক মেনে নিয়েই তাঁর বক্তব্য, “দুই দশক আগেও আমাদের জীবনে কী ঘটে চলেছে তা জানতে পারতেন না আমজনতা। তোমার বিয়ে ও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলার অধিকারও ছিল না। কিন্তু এখন সময় অনেক বদলেছে”।

এই বদল যদিও মন্দ লাগে না তাঁর। আগে নাকি পরিচলক ও সহ অভিনেতার মন জুগিয়ে চলতে হতো অভিনেত্রীদের, কিন্তু এখনকার প্রজন্ম নাকি সে সব থেকে অনেকটা আলদা, মনে করেন তিনি। তিনি যোগ করেন, “নেপোটিজম তো আমাদের সময়েও ছিল। ২০০০ সালে এক বড় ছবিতে কাজ করার কথা ছিল আমারও। কিন্তু এক হিরোইন তাঁর মেয়ের জন্য সেই রোল আমার থেকে ছিনিয়ে নেয়। এক প্রযোজক আমায় ডেকে বলেছিল ছবি পেতে গেলে হিরোদের গুড বুকে থাকতে হবে। আমি বলেছিলাম আমি এই জায়গায় এসেছি আমার গুণের জন্য। আমায় তক্ষুনি ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।”

তবে এই সবে হাল ছাড়তে তিনি রাজি নন। স্বপ্ন দেখেন আজও। মনে করেন, তিনি যোদ্ধা। তাঁর বক্তব্য, “আমার মতো সিনেমায় আমি অভিনয় করতে চাই। আমি যে মনের দিক থেকে যোদ্ধা। পর্দায় এ রকমই কোনও চরিত্রে নিজেকে দেখতে চাই আমি। ‘এক থা থি এক থি ধড়কন’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিনয়ের যাত্রা শুরু করেন ঈশা। কিন্তু সেই ছবি আজও ভোরের আলো দেখেনি। এর পর তাঁকে দেখা যায় কোম্পানি ছবিতে। কাঁটে, পিঞ্জরেও অভিনয় করেন ঈশা। যদিও এর মাঝে বহু মরাঠি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে, কিন্তু সাফল্য যেন ছুঁয়েও ছোঁয়নি তাঁকে। ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। ২০০৯ সালে হোটেল ব্যবসায়ী টিম্মি নারাংকে বিয়ে করেন তিনি। টিম্মির সঙ্গে তাঁর আলাপ করিয়ে দিয়েছিলেন প্রীতি জিন্টা। ২০১৪ সালে মেয়ে রিয়ানার জন্ম দেন ঈশা।

আরও পড়ুন: Madhuri Dixit: আমি তারকা বলে সেটার আলাদা গুরুত্ব নেই আমার কাছে: মাধুরী দীক্ষিত

আরও পড়ুন: Kiara Advani-Shahid Kapoor: কবীর ‘শাহিদ’ সিংয়ের কাছে ফিরে যেতে চান কিয়ারা, কারণ হিসেবে কী খুঁজছেন নায়িকা?