Janhvi Kapoor: ‘রিউমরড’ প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন পার্টিতে, এরপরেই জাহ্নবীর এ কী অবস্থা!
Janhvi Kapoor: পার্টিতে 'প্রেমিকা' বেরিয়ে গিয়েছেন কিনা সে খোঁজ নেই প্রেমিকের কাছেই!
রিউমরড প্রেমিক ওরহান ওরফে ওরির সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন জাহ্নবী কাপুর। কিন্তু পার্টি শেষে বেরতেই জাহ্নবী থেকে কার্যত অবাক পাপারাজ্জি থেকে অনুরাগীরাও। হাসিখুশি মেয়েটার হল টা কী? রবিবারের রাত। কালো পোশাকে নিজেকে মুড়ে পার্টিতে গিয়েছিলেন জাহ্নবী। কিন্তু হঠাৎই পার্টির মাঝখান থেকেই বেরিয়ে চলে আসতে দেখা যায়। বাকি স্টারকিডদের জাহ্নবী বরাবরই খানিক আলাদা। দেখা হলেই পাপারাজ্জির সঙ্গে কথা বলেন, হেসে কুশল বিনিময় করেন। কিন্তু রবিবার রাত্রে এই সব চেনা চিত্রের কিছুই দেখা যায়নি। বরং যা দেখা গিয়েছে তা রীতিমতো অবাক করবে।
হনহন করে হেঁটে গাড়িতে উঠে যান জাহ্নবী। মুখে চোখ বসে গিয়েছে। যেন সারা মুখে ছড়িয়ে রয়েছে দুশ্চিন্তার ছাপ। তাঁকে পাপারাৎজি বারংবার নাম ধরে ডাকলেও শ্রীদেবী কন্যা একবারের জন্যও সাড়া দেননি। হুশ করে গাড়ি উড়িয়ে বেরিয়ে গিয়েছেন সেখান থেকে। এর পরের ঘটনা আরও অবাক করা। খানিক পরেই বের হতে দেখা যায় ওরিকেও। তিনি পাপারাজ্জিকেই উল্টে প্রশ্ন করেন, ‘জাহ্নবী বেরিয়ে গিয়েছে’? আর তাতেই খটকা লাগে উপস্থিত সকলেরই। তবে কি ঝামেলা হয়েছে দুজনের? কারণ পার্টিতে ‘প্রেমিকা’ বেরিয়ে গিয়েছেন কিনা সে খোঁজ নেই প্রেমিকের কাছেই! তবে সব যেন ঠিক হয়ে যায়, এই চাইছেন তাঁর ভক্তরা।
View this post on Instagram
কিছুদিন আগেই ওরির সঙ্গে উটি ঘুরতে গিয়েছিলেন জাহ্নবী। সেখান থেকে বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। সে সময় উটিতে তাঁর বোন খুশি কাপুর জোয়া আখতারের ‘অর্চি’সিরিজের শুট করছিলেহ। তাই বোনের সঙ্গেও দেখা করেন জাহ্নবী। ওরির সঙ্গে মাঝেমধ্যেই পার্টি করতে দেখা যায় জাহ্নবীকে। ওরি অনন্যা পাণ্ডে, নাইসা দেবগণ সহ অন্যান্য স্টারকিডদেরও বেশ কাছের। হঠাৎ কী হল দুজনের মধ্যে? এখন এই প্রশ্নই সবার মুখে। প্রসঙ্গত, কিছুদিন আগেই জাহ্নবী অভিনীত ছবি ‘গুড লাক জেরি’ মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তি পেয়েছে ওটিটিতে। ডিজনি প্লাস হটস্টারে এখনও মিলবে ছবিটি। ছবিটি যদিও দক্ষিণী ছবির রিমেক তবে জাহ্নবীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।