Lock Upp: কথা রাখলেন পুনম, ভক্তদের জন্য অন ক্যামেরাই খুললেন পোশাক!

Lock Upp: প্রসঙ্গত, গত সপ্তাহে পুনম ছিলেন ‘ডেঞ্জার জোনে’। শো থেকে বাঁচতে তাঁকে বলতে শোনা যায়, “যারা শুনছেন তাঁদের সবাইকে বলছি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি তোমাদের জন্য এক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।

Lock Upp: কথা রাখলেন পুনম, ভক্তদের জন্য অন ক্যামেরাই খুললেন পোশাক!
পুনম পাণ্ডে।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 2:18 AM

কথা রাখলেন পুনম পাণ্ডে। ভক্তরা ভোট দিয়ে বাঁচালে পোশাক খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরোটিক স্টার। সর্বোচ্চ ভোট পেতেই কঙ্গনা রানাওয়াতের শো লকআপে অন ক্যামেরাই পোশাক খুলে ফেললেন তিনি। এক ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত ওই শো’য়ের লেটেস্ট এপিসোডে দেখা গিয়েছে পুনম তাঁর ভক্তদের ধন্যবাদ জানাচ্ছেন। একই সঙ্গে শো’র অন্যান্য প্রতিযোগীদের অনুপস্থিতিতে আচমকাই পোশাক খুলে ফেলতে শুরু করেন তিনি। তবে পুনম সম্পূর্ণ নগ্ন হননি। পরনে ছিল অন্তর্বাস। যেই মুহূর্তে তিনি অন্য প্রতিযোগীর পায়ের আওয়াজ শোনেন তাঁকে পোশাক পরে ফেলতে দেখা যায়। একই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, “এর চেয়ে বেশি করতে পারব না। নিয়ম ভাঙতে পারব না। বিভিন্ন বয়সের মানুষ এই ওটিটি প্ল্যাটফর্ম দেখে থাকেন। এমন কিছু করতে চাইনা যা সেই সব মানুষকে অখুশি করে দেয়।” তবে এর পাশাপাশি একটি প্রতিজ্ঞাও করেছেন পুনম। সারা সপ্তাহ তিনি তাঁর ভক্তদের ‘বিনোদন’ প্রদান করে যাবেন, এই প্রতিশ্রুতি তাঁর।

প্রসঙ্গত, গত সপ্তাহে পুনম ছিলেন ‘ডেঞ্জার জোনে’। শো থেকে বাঁচতে তাঁকে বলতে শোনা যায়, “যারা শুনছেন তাঁদের সবাইকে বলছি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি তোমাদের জন্য এক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। পুনম পাণ্ডে স্টাইলে অন ক্যামেরায় লাইভে আসব। আমায় ভোট দাও আর তারপরেই দেখো কী হয়”। এর পরেই হয় অবাক কাণ্ড! বিপদসীমা থেকে সোজা সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থানে চলে আসেন পুনম। এর পরেই তাঁর এই কথা রাখা!

এরোটিক স্টার হিসেবে পরিচিত পুনম। তাঁর নিজস্ব অ্যাপ রয়েছে। সেই অ্যাপে নিজের নানা ধরনের প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিয়ো পোস্ট করে থাকেন তিনি। এর আগেও বহুবার ক্যামেরার সামনে পোশাক খুলেছেন তিনি। তবে এই রিয়ালিটি শো’য়ে এসে পুনম জানিয়েছিলেন নিজের ওই এরোটিক মডেলের তকমা বাইরেও যে পুনম লুকিয়ে রয়েছে সেই পুনমকেই দর্শকের সামনে তুলে ধরতে চান তিনি। কিন্তু বস্তুত এই শো’তেও নিজের পুরনো তকমা কাজে লাগিয়ে ভোট চাওয়াটাকে খুব একটা ভাল চোখে দেখেননি নেটিজেনদের একটা বড় অংশ। পুনম যদিও নিজের শর্তে অটল। সারা সপ্তাহ জুড়ে তিনি কী করবেন, এখন সেটাই দেখার।

আরও পড়ুন- চিরকালের ‘ক্যাসানোভা’র বিয়ে বলে কথা, রণবীরের ব্যাচেলর পার্টিতে কী হতে চলেছে?