Priyanka Chopra: ভাসুরের সঙ্গে বিচ্ছেদ হতেই প্রাক্তন জা’কে ‘উচিৎ শিক্ষা’ প্রিয়াঙ্কার!
Priyanka Chopra: ভাসুর অর্থাৎ নিক জোনাসের দাদা জো জোনাসের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সোফি টার্নারের, এ খবর কারও অজানা নয়। এতদিন দুই জা সোফি ও প্রিয়াঙ্কা চোপড়া ও সোফি ছিলেন হলায়-গলায় বন্ধু। কিন্তু পরিবারে ভাঙন ধরতেই দু'জনের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে তাঁর প্রমাণ পেয়েছেন নেটিজেনরা। ইনস্টাগ্রামে একদা দু'জনে মিলে ভালবাসার পোস্ট দিলেও আজ আর সোফিকে ওই সামাজিক মাধ্যমে অনুসরণ করেন না প্রিয়াঙ্কা।
ভাসুর অর্থাৎ নিক জোনাসের দাদা জো জোনাসের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সোফি টার্নারের, এ খবর কারও অজানা নয়। এতদিন দুই জা সোফি ও প্রিয়াঙ্কা চোপড়া ও সোফি ছিলেন হলায়-গলায় বন্ধু। কিন্তু পরিবারে ভাঙন ধরতেই দু’জনের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে তাঁর প্রমাণ পেয়েছেন নেটিজেনরা। ইনস্টাগ্রামে একদা দু’জনে মিলে ভালবাসার পোস্ট দিলেও আজ আর সোফিকে ওই সামাজিক মাধ্যমে অনুসরণ করেন না প্রিয়াঙ্কা। শুধু কি তাই? সোফিও প্রিয়াঙ্কাকে ‘আনফলো’ করেছেন সেখান থেকে। তবে মজার ব্যাপার প্রাক্তন শ্বশুরবাড়ির প্রায় সব সদস্যকেই কিন্তু ফলো করেন সোফি। কেন বাদ প্রিয়াঙ্কা? তিক্ততা কি চরমে?
সোফি ও প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে যখন হচ্ছে জোর চর্চা ঠিক তখনই অন্য এক ‘প্রিয় বন্ধু’র সঙ্গে একটি পোস্ট করে বসলেন প্রিয়াঙ্কা। কে তাঁর প্রিয় বন্ধু? কী লিখলেন প্রিয়াঙ্কা তাঁকে নিয়ে? প্রিয় বন্ধুটির নাম তামান্না দত্ত। তাঁর সঙ্গে ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, “যখন এই দুনিয়ায় সব অনিশ্চিত মনে হয় তখন আমি ভগবানের কাছে ধন্যবাদ জানাই, কারণ তুমি একমাত্র ধ্রুবক। এই দুই দশক জুড়ে শুধুমাত্র আমার প্রিয় বন্ধুই নও তুমি আমার বোন। আরও অনেক স্মৃতি একসঙ্গে তৈরি করা বাকি আছে। আমি তোমাকে ভালবাসি। শুভ জন্মদিন তামান্না। আশা করছি, সব ভালবাসা ও শুভেচ্ছা তোমাকে ঘিরে রেখেছে। তোমায় ভীষণ মিস করছি আজকে”। উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কার প্রিয় বন্ধুটিও। তিনি লিখেছেন, “আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে আমিও অনেক অনেক ভালবাসি।” এর পরেই সোফির উপর কুপিত হয়েছেন প্রিয়াঙ্কার ভক্তরা। তাঁদের একটাই বক্তব্য, “সম্পর্ক লালন করতে জানেন প্রিয়াঙ্কা। হলিউড স্টার হয়েও ভোলেননি ছোটবেলার বান্ধবীকে।” সোফিকে আনফলো করাতেও খুশি তাঁরা। তাঁদের মতে এভাবে জীবন থেকে সোফিকে ছেঁটে ফেলে তাঁকে ‘উচিৎ শিক্ষা’ দিয়েছেন তিনি।
View this post on Instagram