Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siddharth: নাগার সঙ্গে বিচ্ছেদ হতেই সামান্থার প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থের পোস্ট ঘিরে তীব্র নিন্দা

শনিবার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেত্রী সামান্থা প্রভু। একই পোস্ট শেয়ার করেছিলেন নাগাও। শোনা যাচ্ছে বিচ্ছেদের পর ভরণপোষনের জন্য সামান্থাকে ২০০ কোটি টাকা দিতে চেয়েছিলেন নাগা এবং তাঁর পরিবার। কিন্তু সামান্থা নাকি কোনও টাকা নিতে রাজি হননি।

Siddharth: নাগার সঙ্গে বিচ্ছেদ হতেই সামান্থার প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থের পোস্ট ঘিরে তীব্র নিন্দা
সিদ্ধার্থ-সামান্থা-নাগা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2021 | 9:46 AM

গুঞ্জনকেই সত্যি প্রমাণিত করে দিন কয়েক আগেই বিচ্ছেদ হয়েছে দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। একদিকে যখন তাঁদের এই বিচ্ছেদের অনুরাগীদের মন খারাপ ঠিক তখনই সামান্থার প্রাক্তন অভিনেতা সিদ্ধার্থের সাম্প্রতিক এক পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল।

সিদ্ধার্থ লিখেছেন, “স্কুল থেকে একটি জিনিস শিখেছি আমি… চিটাররা কখনওই জীবনে উন্নতি করে না… “। না কারও নাম উল্লেখ করেননি সিদ্ধার্থ। তবে নেটিজেনদের একাংশের ধারণা তাঁর ইঙ্গিত প্রাক্তন সামান্থার দিকেই। চুপ করে থাকেনি নেটিজেনদের একটা বড় অংশ। একজন লিখেছেন, “এই টুইটই প্রমাণ করে দেয় মানুষ মনের ভিতর কীভাবে রাগ পুষে রাখে। সে তোমার প্রাক্তন হতেই পারে কিন্তু ও একজন স্বাধীন নারী সামান্থা। এর মানে এই নয় যে ওই তোমায় ঠকিয়েছে। ভালবাসা ছড়াও দয়া করে।”

শনিবার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেত্রী সামান্থা প্রভু। একই পোস্ট শেয়ার করেছিলেন নাগাও। শোনা যাচ্ছে বিচ্ছেদের পর ভরণপোষনের জন্য সামান্থাকে ২০০ কোটি টাকা দিতে চেয়েছিলেন নাগা এবং তাঁর পরিবার। কিন্তু সামান্থা নাকি কোনও টাকা নিতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র দাবি করেন, এই বিয়ে ভাঙা সামান্থার কাছে হৃদয় বিদারক। অভিনেত্রী অত্যন্ত বিচলিত। এই সম্পর্ক তেকে শুধুমাত্র ভালবাসা এবং সাহচর্য চেয়েছিলেন তিনি। এ ছাড়া আর কিছুর প্রয়োজন ছিল না তাঁর।

২০১০-এ একসঙ্গে ‘ইয়ে মায়া চেসভ’-এ কাজ করতে গিয়ে নাকি একে অপরের প্রেমে পড়েন সামান্থা এবং নাগা। ২০১৭-র জানুয়ারিতে তাঁদের এনগেজমেন্ট হয়। ওই বছরই অক্টোবরে গোয়াতে বিয়ে করেন তাঁরা।

শনিবার বিবাহ বিচ্ছেদের ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সামান্থা লিখেছিলেন, “আমাদের সকল শুভান্যুধায়ীরা, অনেক চিন্তাভাবনার পর চে এবং আমি স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজেদের পথে এগিয়ে যাব ভেবেছি। আমরা ভাগ্যবান এক দশকের বেশি সময় আমাদের বন্ধুত্ব ছিল, সেটা আমাদের সম্পর্কের অত্যন্ত ব্যক্তিগত জায়গা। আমরা বিশ্বাস করি সেই স্পেশ্যাল বন্ডিং আমাদের মধ্যে থেকে যাবে। এই কঠিন সময়ে আমাদের অনুরাগী, শুভান্যুধায়ী এবং সংবাদমাধ্যমের কাছে আমাদের প্রাইভেসিকে সম্মান জানানোর অনুরেধ করব। আমরা সত্যিই এগিয়ে যেতে চাই। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’ এই একই পোস্ট করেছেন নাগাও। বিবাহ বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে সম্মান বর্তমান। সেইখানে সিদ্ধার্থের এ হেন কমেন্টে বিরক্ত সামান্থা ভক্তরা।