Jersey on OTT: ‘জার্সি’র ডিজিটাল মুক্তি চান না শাহিদ, প্রযোজকদের বিরুদ্ধে হেঁটে খোয়াতে রাজি কোটি টাকা!

ঠিক ছিল এ বছরের ৩১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কিন্তু দেশ জুড়ে আচমকাই করোনার বাড়বাড়ন্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জার্সির প্রযোজক।

Jersey on OTT: 'জার্সি'র ডিজিটাল মুক্তি চান না শাহিদ, প্রযোজকদের বিরুদ্ধে হেঁটে খোয়াতে রাজি কোটি টাকা!
প্রযোজকদের বিরুদ্ধে হেঁটে খোয়াতে রাজি কোটি টাকা!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 11:38 PM

ঝরেছে রক্ত, ঝরেছে ঘাম, দিন-রাত্রি এক করে করেছেন পরিশ্রম। বহু কষ্ট জড়িয়ে থাকা ছবিটিকে তাই কিছুতেই ওটিটি প্ল্যাটফর্মে ছেড়ে দিতে রাজি নন শাহিদ কাপুর। প্রযোজকরা রাজি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও নিজের পারিশ্রমিক আপস করেই বিপরীত সিদ্ধান্তে হাঁটার সিদ্ধান্ত নিলেন অভিনেতা। কথা হচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘জার্সি’ নিয়ে।

ঠিক ছিল এ বছরের ৩১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কিন্তু দেশ জুড়ে আচমকাই করোনার বাড়বাড়ন্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জার্সির প্রযোজক। করোনা আবহে দিল্লি সরকার সিনেমা হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পরেই জার্সি টিমের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে তাতে লেখা হয়, “বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পর আপাত জার্সির থিয়েটার মুক্তি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি আমরা। তবে যে পরিমাণ ভালবাসা আপনাদের সকলের কাছ থেকে পেয়েছি তাতে করে আমরা আপ্লুত। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। টিম জার্সি”।

এর পরেই খবর আসে নেটফ্লিক্সে ছবিটি বিক্রির জন্য কথাবার্তা চালাচ্ছেন নির্মাতারা। ভাল অঙ্কের অফারও পেয়েছেন তাঁরা। কিন্ত শেষ মুহূর্তে বেঁকে বসেন স্বয়ং সিনেমার হিরোই। বলিউড হাঙ্গামার এক রিপোর্ট বলছে, জার্সির মতো ১৫০ কোটির সিনেমার ওটিটি মুক্তি হবে তা নাকি কিছুতেই চাননি তিনি। ছবিতে তাঁর পারিশ্রমিক ৩১ কোটি টাকা। ওটিটির অফার বাতিল করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রযোজকদের যে ক্ষতি হবে নিজের পারিশ্রমিক থেকে সেই ক্ষতির অঙ্কও নাকি দিয়ে দিতে চেয়েছেন অভিনেতা যদি ১০ কোটি ক্ষতি হয় তবে তিনি নেবেন ২১ কোটি। পাঁচ কোটি ক্ষতি হলে তাঁর ঘরে ঢুকবে ২৬ কোটি টাকা, এমনটাই নাকি জানিয়েছেন তিনি। ছবির স্বার্থে এই অর্থ ত্যাগ করতেও রাজি তিনি, জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ সূত্র।

জাতীয় পুরস্কার প্রাপ্ত তেলুগু ছবি জার্সির রিমেক হল শাহিদের ‘জার্সি’। ছবিটি করতে গিয়ে রক্ত ঝরেছিল শাহিদের। ছবিতে তিনি এক ক্রিকেটারের চরিত্রে। তাঁর ক্রিকেট খেলার পূর্ব অভিজ্ঞতা ছিল না। তাই সিনেমার জন্য রীতিমতো পেশাদার ট্রেনিং চলেছে তাঁর। সকাল-বিকেল-রাত-দিন… চলেছে নেট প্র্যাক্টিস। আর এই প্র্যাক্টিসের সময়েই ঘটে দুর্ঘটনা। বল লেগে কেটে যায় মুখ। গলগল করে বের হয় রক্ত। এমনকি সেলাইও পড়ে ২৫ খানা। তা সত্ত্বেও দমে যাননি শাহিদ। চালিয়ে গিয়েছেন অভিনয়। সেই ছবি হলে মুক্তি পাবে না, মানতেই পারছেন না শাহিদ।

আরও পড়ুন- Tollywood Serial TRP: বর্ষশেষে ‘স্টার’ চমক, টিআরপিতে জ্বলজ্বল ‘গাঁটছড়া’, ঘাড়ে নিঃশ্বাস জি-এর!