Urfi Javed: প্রথমবার বিনা মেকআপে ক্যামেরার সামনে! উরফিকে দেখে চিনতেই পারলেন না অনেকে
Urfi Javed: কখনও ফ্রেমবন্দি হতে দেখা যায় তাঁর অন্তর্বাস, কখনও আবার ভুল পোজ়ের জেরে ভাইরাল হওয়া। যদিও বাস্তবে উরফি নিজের পক্ষে প্রশ্ন করতে সিদ্ধহস্ত।
মেকআপ ছাড়া সামনে আসতে কিছুতেই চান না উরফি জাভেদ। এর আগে বহুবার পাপারাৎজি তাঁর মেকআপবিহীন ছবি তোলার ব্যর্থ চেষ্টা করলেও সেই স্থান থেকে কার্যত ‘পালিয়ে’ গিয়েছেন উরফি। তবে এবার আর নয়। বিনা মেকআপেই পাপারাৎজির ক্যামেরায় বন্দি হলেন তিনি। গিয়েছিলেন ডাক্তার দেখাতে। কিন্তু সেখানেও হাজির পাপারাৎজি। পাপারাৎজিকে দেখেই মুখে হাত চাপা দেন উরফি। কিন্তু ততক্ষণে ক্যামেরা বন্দি হয়ে গিয়েছে তাঁর মেকআপহীন লুক। সেই ভিডিয়োয় পোস্ট হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
চোখের তলায় ডার্ক সার্কেল স্পষ্ট। তবে নেটিজেনদের মতে উরফির এই রূপ অনেকে বেশি আসল, অনেক বেশি খাঁটি। কমেন্ট এসেছেন, ‘এমনটাই তো ভাল’। নিন্দাও হয়েছে। অনেকেরই মতে, মেকআপহীন উরফিকে নাকি চেনাই দায়! তবে মন কেড়েছে উরফির ব্যবহার। পাপারাৎজি যখন তাঁর ছবি তোলায় ব্যস্ত, তখন উরফিকে বলতে শোনা যায়, ‘চা খাবেন আপনারা?’যেখানে বেশিরভাগ সেলেব পাপারাৎজির ডাক উপেক্ষা করে চলে যান, সেখানে বৃষ্টির দিনে উরফি তাঁদেরকে চা খাওয়ার প্রস্তাব দিতেই আপ্লুত নেটিজেনদের একটা বড় অংশ। তাঁদের অনেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, “ব্যবহার সত্যিই ভাল তাঁর”।
কখনও ফ্রেমবন্দি হতে দেখা যায় তাঁর অন্তর্বাস, কখনও আবার ভুল পোজ়ের জেরে ভাইরাল হওয়া। যদিও বাস্তবে উরফি নিজের পক্ষে প্রশ্ন করতে সিদ্ধহস্ত। কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা যায়, ভাইরাল হলে হয়তো জনপ্রিয় হওয়া যায়, কিন্তু টাকা আসে না। রোজগারের জন্য প্রয়োজন কাজ। কিন্তু সেই কাজই পাচ্ছেন না উরফি। একাধিক কাজের প্রস্তাব এলেও কোনওটাতেই সেভাবে মত দিতে পারেননি তিনি। ভাল চরিত্র কিংবা কাজের সন্ধানেই এখন মরিয়া এই তারকা। ফ্যাশনটা তাঁর কাছে লাইমলাইটে থাকার একটি অস্ত্র মাত্র। প্রসঙ্গত, উরফিকে নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন রাখি সাওয়ান্ত, মুখ খুলেছিলেন তাঁর ছোট পোশাক নিয়ে। দাবি করেছিলেন উরফিকে মিডিয়ার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তিনিই। একই সঙ্গে এও বলেছিলেন উরফিকে তিনি ভালবাসেন। উরফি শাড়ি পরল নাকি শাড়ি খুলে ফেলল তাতে তাঁর কিচ্ছু যায় আসে না। একই ভাবে তিনি উরফিকে ভালবাসতে থাকবেন বলে জানান রাখি।
View this post on Instagram