Vikrant Massey Marriage: আজই বিয়ে করছেন বিক্রান্ত ম্যাসি, পাত্রীর পরিচয় জানেন?
সূত্র বলছে, প্রেম দিবসেই নাকি আইনি বিয়ে সেরে ফেলেছেন তাঁরা। তবে আজ আনুষ্ঠানিক ভাবে সাতপাক ঘুরবেন তাঁর। বিগত দুদিন ধরেই নাকি চলছে মেহেন্দি-সঙ্গীতের অনুষ্ঠান।
বিগত বেশ কিছু দিন ধরেই অভিনেতা বিক্রান্ত ম্যাসির বিয়ের খবরে তোলপাড় নেটদুনিয়া। কেউ বলছেন তিনি নাকি ইতিমধ্যেই সেরে ফেলেছেন বিয়ে। আবার কারও মতে বিয়ের রয়েছে দেরি।
তবে টাইমস অব ইন্ডিয়ার এক এক্সক্লুসিভ রিপোর্ট জানাচ্ছে, বিক্রান্ত নাকি বিয়ে করছেন আজই। আজ অর্থাৎ শুক্রবার। পাত্রী তাঁর দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুর। ২০১৯-এর নভেম্বরেই বাগদান সেরেছিলেন বিক্রান্ত। প্যান্ডেমিকের কারণে পিছিয়ে গিয়েছিল বিয়ে। তবে আর দেরি নয়। আজই এক হচ্ছে চার হাত।
সূত্র বলছে, প্রেম দিবসেই নাকি আইনি বিয়ে সেরে ফেলেছেন তাঁরা। তবে আজ আনুষ্ঠানিক ভাবে সাতপাক ঘুরবেন তাঁর। বিগত দুদিন ধরেই নাকি চলছে মেহেন্দি-সঙ্গীতের অনুষ্ঠান। তবে সামাজিক মাধ্যমে এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা। সূত্র আরও বলছে, “ওঁরা কোনওদিনই নিজেদের প্রেমের কথা গোপন করেননি। তবে এ নিয়ে মাতামাতি আজও তাঁরা চান না। বিয়ের অনুষ্ঠান শেষ হলেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা হবে।”
২০১৫ থেকে একসঙ্গে রয়েছেন শীতল ও বিক্রান্ত। এএলটি বালাজির ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন বিক্রান্ত। তিনি বলেছিলেন, “আমার প্রথম ভালবাসা আমার প্রযোজক। কোভিডে অনেক পয়সা নষ্ট হয়েছে তাঁদের। সেই সব কাজ শেষ করে সময় পেলেই বিয়ে করে নেব।” খবর বলছে সেই সময় অবশেষে মিলেছে তাঁর। বসন্তেই এক হতে চলেছে চার হাত।
আরও পড়ুন: Bonny Koushani: বনির ‘অতিমানব’ হয়ে ওঠার গুরুদায়িত্ব এবার কৌশানির কাঁধে!
View this post on Instagram