The Kerala Story: অপেক্ষার অবসান, কবে কোথায় দেখবেন দ্য কেরালা স্টোরি জেনে নিন…
The Kerala Story: যাঁরা ছবিটি দেখার জন্য মুখিয়ে ছিলেন, তাঁদের জন্য এবার সুখবর। চলতি মাসের শেষ এই ওটিটিতে আসতে চলেছে এই ছবি। কিছুদিনের অপেক্ষা মাত্র।
দীর্ঘদিন ধরে চলছে অপেক্ষা, কবে মুক্তি পাবে দ্য কেরালা স্টোরি বাংলায়। না, সেভাবে প্রেক্ষাগৃহে এই ছবিকে আসতে দেখা দেল না। পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরি মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবি কোথাও গিয়ে যেন সকলের মনে নানা প্রশ্ন সৃষ্টি করেছে। যাঁরা দেখেন, তাঁদের নানা মত, যাঁরা দেখেননি, তাঁরা ছবিটি দেখতে মরিয়া। কারণ একটাই, ছবির বিষয়বস্তু। দ্য কেরালা স্টোরি নিয়ে চর্চা তুঙ্গে ছিল বাংলাতেও। ছবি মুক্তির তিনদিনের মাথায় তাকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্টের তৎপরতায় বাংলার এই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেওয়া। তাতেও খুব একটা লাভের লাভ হয়নি।
সূত্র মারফত জানা গিয়েছিল, সিনেমাটি চালাতে গেলেই নাকি একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে হলমালিকদের। আসছে ‘বাধা’। নাম প্রকাশে অনিচ্ছুক এক হলমালিক জানিয়েছিলেন পড়তে হয়েছে ‘হুমকি’র মুখেও। ছবিটি যাতে বিনা বাধায় পশ্চিমবঙ্গে চলতে পারে, এবার সেই আবেদন নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলাচিঠি লিখেছিলেন ইম্পার এক্সিবিটর বিভাগের চেয়ারপার্সন রতন সাহা। যদিও তাতে যে সুরাহা হয়নি, তা এতদিনে স্পষ্ট। তবে যাঁরা ছবিটি দেখার জন্য মুখিয়ে ছিলেন, তাঁদের জন্য এবার সুখবর। চলতি মাসের শেষ এই ওটিটিতে আসতে চলেছে এই ছবি। কিছুদিনের অপেক্ষা মাত্র।
কোন ওটিটিতে দেখা যাবে? শোনা যাচ্ছে জিফাইভ-ই কিনেছে এই ছবির সত্ত্ব। এখনও প্রেক্ষাগৃহে চলছে ছবি। তিনশো কোটির ক্লাবে জায়গা করার লক্ষ্যে দ্য কেরালা স্টোরি। প্রতিটা শো-ই হাউসফুল হচ্ছে। ছবির সঙ্গীত পরিচালক বৈশাখ জ্যোতি ইটাইমসকে জানিয়েছিলেন, আমার শহরের (২৪ পরগনা) সিনেমাহলে ছবিটি দেখানো হচ্ছে। আমি শুনেছি ডিস্ট্রিবিউটর ও সিনেমাহল কতৃপক্ষরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছেন। তবে কেবল এই সিনেমাহলই নয়, বেশ কিছু সিঙ্গল স্ক্রিনে শুরু হয়েছে এই ছবি দেখানো। আশা করব, শীঘ্রই গোটা রাজ্য এই ছবি দেখবে। এবার সেই দিনই প্রায় চলে এলো। এখন অপেক্ষা ওটিটি মুক্তির।