Viral Picture: রামের চরিত্রের জন্য মদ্যপানে না, ‘তাহলে হাতে ওটা কী?’ কটাক্ষের ঝড়ে রণবীর
Viral Picture: ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলছে পুরোদমে শুট। রণবীর প্রতিটা মুহূর্তে নিজেকে তৈরি করে চলেছেন এই চরিত্রের জন্যে।
বলিউডে বেশ কিছু মাস ধরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে রামায়ণ ছবি। দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির আদীপুরুষ বক্স অফিসে সেভাবে জায়গা করে নিতে না পাড়ায় এই ছবিকে ঘিরে দর্শক মহলে উত্তেজনার পারদ যেন আরও একধাপ এগিয়ে গিয়েছে। একদিকে যখন প্রভাসের আদীপুরুষ দর্শক গ্রহণ করেননি, ঠিক সেই সময় নীতিশ তিওয়ারির ছবি নিয়ে সর্বত্র চর্চা ওঠে তুঙ্গে। যেখানে শ্রী রাম চন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। তাঁর বিপরীতে দেখা যাবে সাই পল্লবীকে। ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলছে পুরোদমে শুট। রণবীর প্রতিটা মুহূর্তে নিজেকে তৈরি করে চলেছেন এই চরিত্রের জন্যে।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি মদ্যপান করছেন না, কারণ এই পবিত্র চরিত্রের জন্য তিনি নিজেকে তৈরি করছেন। তবে এবার কোন ছবি সামনে এল? রাধিকা ও অনন্তের প্রিওয়েডিং-এর ছবি হল ভাইরাল। যেখানে রণবীর কাপুরকে হাতে গ্লাস নিয়ে কথা বলতে দেখা যায়। যা নেটিজড়েনদের অনুমান মদের গ্লাস। ছবিতে তেমনটাই স্পষ্ট হয়ে ওঠে। আর এই ছবি সামনে আসার পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সকলেই একপ্রকার তুলোধনা করতে পিছপা হলেন না রণবীর কাপুরকে। সকলেই তাঁর সেই মন্তব্যকে প্রচার নয় মিথ্যাচার বলে দাগিয়ে দিলেন। যদিও এই প্রসঙ্গে রণবীর কাপুর কোনও মন্তব্যই করলেন না। তিনি সোশ্যাল মিডিয়ায় কী ঘটছে তা নিয়ে খুব একটা মাথা ঘামান না। ফলে এই বিষয়টাতেও যে তিনি খুব একটা বিচলিত হবেন না, তা অনুমান করাই যায়।