ঈদে ‘হাইব্রিড মডেল’-এ রিলিজ করছে সলমন খানের ‘রাধে’
হলিউডে এই ‘হাইব্রিড মডেল’-এ বহু ছবি রিলিজ করে। ভারতে এই প্রথম বার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এইভাবে রিলিজের প্ল্যান করা হয়েছে।
সারা দেশে দ্বিতীয় দফায় আছড়ে পড়েছে করোনার ঢেউ। হু হু করে বাড়ছে করোনা-সংক্রমণ। ফের দেশজুড়ে লক ডাউনের আশঙ্কা তৈরি হয়েছে। বলি-পাড়াতেও করোনা থাবা বসিয়েছে। একের পর এক ছবির রিলিজ পিছিয়ে দিচ্ছেন প্রযোজকরা। ইতিমধ্যেই ‘বান্টি অউর বাবলি ২’, ‘থালাইভি’, ‘সূর্যবংশী’-র মত ‘বিগ টিকিট মুভি’গুলোর রিলিজ পিছিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বিপদের মুখে পড়েছেন হল মালিকরা। সিনেমা রিলিজ না করলে হলগুলো চালানো মুশকিল। পরিস্থিতি ক্রমশই জটিলতর হচ্ছে। তবু এরই মধ্যে আশার আলো দেখালেন সলমন খান। বাকিদের মত তিনি তাঁর নতুন ছবি ‘রাধে’-র রিলিজ পিছিয়ে দিচ্ছেন না। ভাইজান এক কথার মানুষ। হল মালিকদের কথা মাথায় রেখে তিনি বলেছিলেন ১৩ মে,ঈদে সিনেমা হলেই তিনি তাঁর নতুন ছবি ‘রাধে’-র রিলিজ করবেন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তিনি তাঁর কথা রাখতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সমস্ত সংশয়ের অবসান। ভাইজান জানিয়েছেন তিনি তাঁর প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছেন না। ১৩ মে, এই ঈদেই ‘রাধে’ রিলিজ করছে সিনেমা হলে। এই খবরে আশায় বুক বাঁধছেন হল মালিকরা। রিলিজ করছে ঠিকই, তবে করোনা পরিস্থিতির জন্য রিলিজের ধরণে একটু পরিবর্তন আনা হয়েছে। কেমন সেই পরিবর্তন?
Eid ka commitment tha, Eid par hi aayenge kyun ki ek baar jo maine…….#RadheOn13thMay #2MonthsToRadhe@bindasbhidu @DishPatani @RandeepHooda @PDdancing @SKFilmsOfficial @ZeeStudios_ @SohailKhan @atulreellife @ReelLifeProdn @ZeeMusicCompany pic.twitter.com/mvBxUJPSFp
— Salman Khan (@BeingSalmanKhan) March 13, 2021
কোনও সন্দেহ নেই। ১৩মে, এই ঈদেই রিলিজ করছে সলমন খানের নতুন ছবি ‘রাধে’। তবে ছবি রিলিজ করবে ‘হাইব্রিড মডেল’-এ। কী এই ‘হাইব্রিড মডেল’? একই দিনে সিনেমা হলে এবং ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে ‘রাধে’। হলিউডে এই ‘হাইব্রিড মডেল’-এ বহু ছবি রিলিজ করে। ভারতে এই প্রথম বার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এইভাবে রিলিজের প্ল্যান করা হয়েছে। যাঁরা হলে গিয়ে দেখতে চান তাঁরা হলে গিয়ে দেখতে পারবেন। আর যাঁরা করোনার ভয়ে হলে যেতে ছান না, তাঁরা বাড়ি বসেই ‘রাধে’ দেখতে পারেন।
‘রাধে’-র ডিজিট্যাল রাইট কিনেছে জি-৫। জি-এর পক্ষ থেকে জানানো হয়েছে সিনেমা হলের সঙ্গে একই দিনে ওটিটিতে রিলিজ করলেও টাকা দিয়েই ওটিটিতে দেখতে হবে ‘রাধে’। জি-৫ এর সাবস্ক্রিপশন থাকলেও বিনা পয়সায় ‘রাধে’ দেখা যাবে না। ছবিটি স্ট্রিমিং করবে জিপ্লেক্স-এ। একটি নির্দিষ্ট মূল্যের টাকা দিয়েই বাড়ি বসে দেখা যাবে ‘রাধে’। তবে সেই টাকার পরিমাণ কত তা এখনও জি-এর পক্ষ থেকে জানায়নি।
আরও পড়ুন:ফ্যানমেড পোস্টার শেয়ার করে ট্রোলের মুখে বরুণ, ডিলিট করলেন পোস্ট
এই দুর্দিনে ভাইজান যে তাঁর কথা রেখেছেন এবং ঈদেই সিনেমা হলে রিলিজ করছেন ‘রাধে’ তাতেই আশায় বুক বাঁধছেন হল মালিকরা।