Rejected Bhool Bhulaiyaa: দুটো ‘ভুল ভুলাইয়া’ ছবিতে যে সব নায়িকারা না বলেছিলেন, আজ তাঁরা আপশোস করছেন

Rejected Bhool Bhulaiyaa: অনেক সময়ই নানা কারণে অভিনেতারা কোনও ছবিতে না বলে থাকেন, পরে সেই ছবি বক্স অফিসে সফল হলে আপশোস করেন নিজের সিদ্ধান্তের জন্য।

| Edited By: | Updated on: May 24, 2022 | 11:02 PM
কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণীর ‘ভুল ভুলাইয়া ২’ ছবি মুক্তির পর বক্স অফিসে ব্যবসা করেছে দুর্দান্ত। উইকেন্ডে ৬৬ কোটির ব্যবসা দিয়েছে। অথচ যখন কার্তিক অক্ষয় অভিনীত ছবির সিক্যুয়েলে অভিনয় করতে রাজি হন, অনেকেই ভ্রুঁ কুচকে ছিলেন, তিনি পারবেন কিনা পুরনো ছবির সফলতাকে ধরতে! তিনি যে ভুল করেননি এই ছবিতে অভিনয় করে, তা প্রমাণ করে দিয়েছেন। দুই ‘ভুল ভুলাইয়া’ ছবিতে কাজ করতে রাজি হননি এমন কয়েকজন নায়িকাও রয়েছেন।

কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণীর ‘ভুল ভুলাইয়া ২’ ছবি মুক্তির পর বক্স অফিসে ব্যবসা করেছে দুর্দান্ত। উইকেন্ডে ৬৬ কোটির ব্যবসা দিয়েছে। অথচ যখন কার্তিক অক্ষয় অভিনীত ছবির সিক্যুয়েলে অভিনয় করতে রাজি হন, অনেকেই ভ্রুঁ কুচকে ছিলেন, তিনি পারবেন কিনা পুরনো ছবির সফলতাকে ধরতে! তিনি যে ভুল করেননি এই ছবিতে অভিনয় করে, তা প্রমাণ করে দিয়েছেন। দুই ‘ভুল ভুলাইয়া’ ছবিতে কাজ করতে রাজি হননি এমন কয়েকজন নায়িকাও রয়েছেন।

1 / 6
ঐশ্বর্য়া রাই বচ্চন। প্রথম ‘ভুল ভুলাইয়া’ ছবিতে অবনির চরিত্রের জন্য পরিচালক প্রিয়দর্শনের প্রথম পছন্দ ছিলেন তিনিই। কিন্তু তিনি রাজি হননি।

ঐশ্বর্য়া রাই বচ্চন। প্রথম ‘ভুল ভুলাইয়া’ ছবিতে অবনির চরিত্রের জন্য পরিচালক প্রিয়দর্শনের প্রথম পছন্দ ছিলেন তিনিই। কিন্তু তিনি রাজি হননি।

2 / 6
তবে একবার সেই বন্ধুত্বে ঘটে ছন্দপতন। কাল হো না হো ছবিতে কাজ করার কথা ছিল রানি মুখোপাধ্যায়ের। সাল ২০০৩, তবে এই ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি। বদলে অফার গিয়েছিল প্রীতি জিন্টার কাছে।

তবে একবার সেই বন্ধুত্বে ঘটে ছন্দপতন। কাল হো না হো ছবিতে কাজ করার কথা ছিল রানি মুখোপাধ্যায়ের। সাল ২০০৩, তবে এই ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি। বদলে অফার গিয়েছিল প্রীতি জিন্টার কাছে।

3 / 6
অক্ষয়ের বিপরীতে নন, তবে ক্যাটরিনা কাইফের কাছেও প্রথম ‘ভুল ভুলাইয়া’ প্রস্তাব ছিল। আমিশার চরিত্রের জন্য তাঁকে ভাবা হয়। কিন্তু দ্বিতীয় লিডে তিনিও কাজ করেননি।

অক্ষয়ের বিপরীতে নন, তবে ক্যাটরিনা কাইফের কাছেও প্রথম ‘ভুল ভুলাইয়া’ প্রস্তাব ছিল। আমিশার চরিত্রের জন্য তাঁকে ভাবা হয়। কিন্তু দ্বিতীয় লিডে তিনিও কাজ করেননি।

4 / 6
সারা আলি খান। কার্তিকের বিপরীতে তিনিই ছিলেন প্রথম পছন্দ পরিচালেকর। সারা আর কার্তিকের অফ-অনস্ক্রিন রসায়ন নিয়ে বি-টাউনে চর্চা চলেই। তবে প্রথম ছবি ‘লাভ আজ কাল ২’ বক্স অফিসে ব্যবসা না করায়, দুজনে আলাদা হয়ে যান। এরপর এই ছবির প্রস্তাব পেয়েও অন্য সিনেমার সঙ্গে ডেট সমস্যার কারণে সারা ছেড়ে দেন বলেই খবর।

সারা আলি খান। কার্তিকের বিপরীতে তিনিই ছিলেন প্রথম পছন্দ পরিচালেকর। সারা আর কার্তিকের অফ-অনস্ক্রিন রসায়ন নিয়ে বি-টাউনে চর্চা চলেই। তবে প্রথম ছবি ‘লাভ আজ কাল ২’ বক্স অফিসে ব্যবসা না করায়, দুজনে আলাদা হয়ে যান। এরপর এই ছবির প্রস্তাব পেয়েও অন্য সিনেমার সঙ্গে ডেট সমস্যার কারণে সারা ছেড়ে দেন বলেই খবর।

5 / 6
শ্রদ্ধা কাপুর। সারার পর তাঁর কাছে এই ছবির প্রস্তাব যায়। কিন্তু তাঁরও ডেট সমস্যার কারণে করা হয় না ‘ভুল ভুলাইয়া ২’। শেষে কিয়ারা করেন কার্তিকের বিপরীতে অভিনয়। আর এখন দুজনে ছবির সাফল্য উপভোগ করছেন।

শ্রদ্ধা কাপুর। সারার পর তাঁর কাছে এই ছবির প্রস্তাব যায়। কিন্তু তাঁরও ডেট সমস্যার কারণে করা হয় না ‘ভুল ভুলাইয়া ২’। শেষে কিয়ারা করেন কার্তিকের বিপরীতে অভিনয়। আর এখন দুজনে ছবির সাফল্য উপভোগ করছেন।

6 / 6
Follow Us: