কিয়ারা-সিদ্ধার্থ
শোনা যাচ্ছে বিক্রম বাত্রার চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলতে সিদ্ধার্থ নিয়েছিলেন ৭ কোটি টাকা।
অন্যদিকে বিক্রমের প্রেমিকা ডিম্পল চিমার চরিত্রে অভিনয়ের জন্য কিয়ারা নিয়েছেন ৪ কোটি টাকা।
অন্যদিকে মেজর অজয় সিং জাসরোটিয়ার চরিত্রে অভিনয়ের জন্য নিকিতিন ধীর নিয়েছেন ৩৫ লক্ষ টাকা।
জিএল বাত্রা অর্থাৎ বিক্রম বাত্রার বাবার চরিত্রের জন্য পবন কল্যাণ নাকি নিয়েছেন ৫০ লক্ষ টাকা।
সঞ্জীব জামওয়ালের চরিত্রে শিব পণ্ডিত নিয়েছেন ৪৫ লক্ষ, শোনা যাচ্ছে তেমনটাই।
আর বিক্রমের প্রিয় বন্ধুর চরিত্র নইব সুবেদার বংশী লাল চরিত্রটি ফুটিয়ে তুলতে অনীল চরণজীতের পারিশ্রমিক ২৫ লক্ষ টাকা, বলছে সূত্র।