Sonu Nigam: জন্মদিনের আগেই বিপত্তি, সোনুর নাম ভাঙিয়ে এ কী কাণ্ড, সাবধান করলেন গায়ক
Viral News: এক ভক্ত এমনই এক ম্যাসেজ দেখে সরাসরি যোগাযোগ করেন সোনু নিগমের সঙ্গে। তারপরই তিনি তাঁর ভক্তদের সচেতন করার এই উদ্যোগ নেন।
সোনু নিগম, জনপ্রিয় এই গায়ক এবার এক মহিলার জন্য বেজায় বিপত্তি। গায়কের নাম করে মুঠো মুঠো টাকা তুলছেন সেই ব্যক্তি। খবর সোনু নিগমের কান পর্যন্ত পৌঁছতেই তা সকলের নজরে আনলেন গায়ক। ঝড়ের গতিতে সেই পোস্ট ভাইরাল হল। ঠিক কী ঘটেছে গায়ক সোনু নিগমের সঙ্গে? এক মহিলা ফেক অ্যাকাউন্ট তৈরি করে দাবি করছেন তিনি নাকি সোনু নিগমের নতুন ম্যানেজার। সোনু নিগমের বিশেষ কিছু ভক্তদের জন্য সারপ্রাইজের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য সোনু নিগমের চ্যারিটিতে কিছু টাকা অনুদান দিতে হবে। তবেই সোনু নিগম সরাসরি যোগাযোগ করে নেবেন। এক ভক্ত এমনই এক ম্যাসেজ দেখে সরাসরি যোগাযোগ করেন সোনু নিগমের সঙ্গে। তারপরই তিনি তাঁর ভক্তদের সচেতন করার এই উদ্যোগ নেন।
সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত স্ক্রিনশর্ট নিয়ে একটি পোস্ট করেন সোনু নিগম। সেখানেই তিনি সকলের উদ্দেশে লেখেন, আমার প্রিয় বন্ধু ও পরিবার, কেউ একজন কঠোর পরিশ্রম করছেন টাকা রোজগারের জন্য। দয়া করে এটা দেখুন ও সতর্ক থাকুন। এখানে তিনি তাঁর এই পোস্ট দেখা মাত্রই সকলেই হাজির কমেন্ট বক্সে। নানা জন নানা উপদেশও এদিন দিয়ে থাকেন সোনুকে। জন্মদিনের ঠিক আগেই এমনই এক বিপত্তির মুখোমুখি গায়ক।
৩০ জুলাই জন্মদিন গায়কের। এদিন সকেল থেকেই তাই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশন পর্ব। সকলেই প্রিয় গায়ককে শুভেচ্ছা জানাচ্ছেন। একটা সময় একের পর এক হিট গান উপহার দেওয়া গায়কের নাম ভাঙিয়ে এবার যে ধরনের প্রতারণা চলছে, তা নজরে আসতেই সকলেরই চক্ষু চরকগাছ। এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখলেন, তাঁর মতো গায়কের নাম ভাঙিয়ে এমন প্রচারণা করাটা অপরাধ, বিষয়টা সকলের চোখে না আসলে, বহু মানুষ প্রিয় গায়কের কথা ভেবে বহু টাকার অনুদান দিয়ে বসতেন।