‘দ্বিতীয় পুরুষ’-এর ‘খোকা’ই এখন সৃজিতের প্রিয়তম
এই প্রথম বাংলা ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন অভিনেতা রাহুল বোস। তাঁর প্রসঙ্গে পরিচালক বলেন, "বহুদিন ধরে ইচ্ছে ছিল রাহুলের সঙ্গে কাজ করব। ফাইনালি যে কাজটা করা হচ্ছে, এটা নিয়ে ভীষণ এক্সাইটেড।”
‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র-কাস্ট ঘোষণার দিন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানালেন অনির্বাণ ভট্টাচার্যর প্রেমে পড়েছেন তিনি। আজ, বৃহস্পতিবার ‘হইচই’-এর অফিসে ছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ওয়েব সিরিজের কাস্ট ঘোষণা।
ঘটনাচক্রে এই কাস্ট ঘোষণার ঠিক আগে প্রিয়া সিনেমাহলে হয়ে গিয়েছে ‘আড্ডাটাইমস’ প্রযোজিত সৃজিতের ওয়েবসিরিজ ‘ফেলুদা ফেরত’-এর প্রিমিয়ার। ‘ফেলুদা ফেরত’-এর নায়ক টোটা রায়চৌধুরি।
তবে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ কাস্ট অ্যানাউন্সমেন্টের অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্ন, আবার অনির্বাণ? এ তো ‘টু মাচ অনির্বাণ’ হয়ে যাচ্ছে! সৃজিতের সহাস্য উত্তর, “অনির্বাণের সঙ্গে সপ্তম কাজ করতে চলেছি । বুঝতেই পারছেন। আমি ওঁর প্রেমে পাগল। আই অ্যাম ইন লাভ উইদ হিম।”
‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’—জনপ্রিয় লেখক মহম্মদ নজিম উদ্দিন এর লেখা থ্রিলার উপন্যাস। সেই উপন্যাসের অবলম্বনে শুরু হচ্ছে এক ওয়েব সিরিজ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গল্পের প্রেক্ষাপট বাংলাদেশ হলেও করোনা সময়ে ওপার বাংলায় শুটিং করা সম্ভব হয়নি তাই গোটা শুটিং লোকেশন হবে কলকাতার আনাচকানাচে।
‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। সুন্দরপুরের এক রেস্তোরাঁ। মুশকান জুবেরি (আজমারি হক বাঁধন) রেস্তোরাঁ মালকিন। যাঁর হাতের সুস্বাদু খাবার রেস্তোরাঁর ইউএসপি বলা যেতে পারে। তবে সমস্যা এই যে এ রেস্তোরাঁয় অনেকে খেতে এসে নিখোঁজ হয়ে যান। অনুসন্ধানে রেস্তোরাঁয় পৌঁছোন তদন্তকারী কর্মকর্তা নিরুপম চন্দ (রাহুল বোস)।
এ হেন ‘নিখোঁজ’ রহস্যের জট কি আদৌ ছাড়াতে পারে নিরুপম?
এ নিয়ে হইচইয়ের প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) প্রথম ওয়েব সিরিজ। আতর আলির (সাংবাদিক) চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। খরাজ খাসনবিশের চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত। এ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অঞ্জন দত্ত আর অনির্বাণ চক্রবর্তী।
আরও পড়ুন প্রস্থেটিক্স-এর মাপ দিলেন কন্ট্রোভার্শিয়াল কঙ্গনা, শিখছেন মারপিট
বাঙাল ভাষা রপ্ত করতে হচ্ছে অনির্বাণকে। শোনা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা যাবে ‘খোকা’ অনির্বাণ ভট্টাচার্যকে। তাঁকে এ ভাষা বলতে সাহায্য করছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরি।
এই প্রথম বাংলা ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন অভিনেতা রাহুল বোস। তাঁর প্রসঙ্গে পরিচালক বলেন, “বহুদিন ধরে ইচ্ছে ছিল রাহুলের সঙ্গে কাজ করব। ফাইনালি যে কাজটা করা হচ্ছে, এটা নিয়ে ভীষণ এক্সাইটেড।”
সিরিজের অন্যতম মুখ্য অভিনেত্রী বাংলাদেশের আজমারি হক বাঁধন। কলকাতায় শুটিং শুরু হয়ে গিয়েছে এক সপ্তাহ হল। কেমন লাগছে ওপার বাংলার অভিনেত্রীর এপার বাংলার পরিচালকের সঙ্গে কাজ করে? “সৃজিতদার সঙ্গে কাজ করার একটা ইচ্ছে তো বরাবারই ছিল, তবে এটা বলতে পারি। ওঁর কাছ থেকে যেমন অনেক কিছু শিখতে পারছি, তেমনই রোজ বকুনিও খাচ্ছি।”