নেটফ্লিক্সের একটি শো-এ টেলর সুইফটের চরিত্র-হনন! দারুণ চটলেন আমেরিকান এই পপস্টার
নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘জিনি এ্যান্ড জর্জিয়া’। এই শো-এর মুখ্য চরিত্র টেলর সুইফটের চরিত্র নিয়ে কু-মন্তব্য করেন। তাতেই চটেছেন এই আমেরিকান পপস্টার। এক-হাত নেন নেটফ্লিক্সকে।
আমেরিকান পপস্টার সুইফট টেলরের চরিত্র নিয়ে কু-ইঙ্গিত করেছে নেটফ্লিক্সের একটি জনপ্রিয় শো। আর তাতেই প্রচণ্ড চটেছেন তিনি। নেটফ্লিক্সের ওপর রাগ উগড়ে দিয়েছেন। তবে কোনও আইনি মারপ্যাঁচে যাননি এই পপস্টার, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
Hey Ginny & Georgia, 2010 called and it wants its lazy, deeply sexist joke back. How about we stop degrading hard working women by defining this horse shit as FuNnY. Also, @netflix after Miss Americana this outfit doesn’t look cute on you ? Happy Women’s History Month I guess pic.twitter.com/2X0jEOXIWp
— Taylor Swift (@taylorswift13) March 1, 2021
নেটফ্লিক্সের ওই জনপ্রিয় শো-এ কী এমন বলা হয়েছিল টেলর সুইফটকে নিয়ে? খুবই জনপ্রিয় শো ‘জিনি এ্যান্ড জর্জিয়া’। এই শো-এর মুখ্য চরিত্র জিনি মিলার তাঁর মাকে বলেন “ তুমি আর কীসের পরোয়া কর? তুমি তো সুইফট টেলরের থেকেও তাড়াতাড়ি পুরুষসঙ্গী পাল্টাও।” এইভাবে প্রকাশ্যে একটি জনপ্রিয় শো-এ টেলরের চরিত্র নিয়ে কুরুচিকর মন্তব্য করায় অত্যন্ত অপমানিত বোধ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এক-হাত নিয়েছেন নেটফ্লিক্সকে।
THESE SHOWS REMAINS SUPERIOR ? AND ALSO GREY’S ANATOMY OMG TAYLOR I STARTED WATCHING IT BC OF U AND NOW IM ADDICTED pic.twitter.com/5oG6GjtY7C
— R ♡ (@exilesrep) March 1, 2021
Let me add this to the list. pic.twitter.com/5UlDIZaDMn
— golden and fearless ?? (@golden4evermore) March 1, 2021
নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন টেলর। তিনি প্রশ্ন তুলেছেন “একজন পরিশ্রমী খেটে-খাওয়া নারীকে এইভাবে অপমান করা থেকে আর কবে আমরা বিরত হব?” নেটফ্লিক্স অবশ্য টেলরের বক্তব্যে কোনও জবাব দেয়নি। এখনও চুপ করে আছে। কিন্তু নেটিজেনরা কমেন্ট-বক্স ভরিয়ে দিয়েছে।
আরও পড়ুন :ওটিটিতে ‘ধামাকা’ নিয়ে আসছেন কার্তিক আরিয়ান
টেলরের যৌন-জীবন বহুল চর্চিত এবং বিতর্কিত। এই একত্রিশ বছরে তাঁর জীবনে পুরুষের আনাগোনা লেগেই আছে। পুরুষ-সঙ্গে তিনি বিরামহীন। কিন্তু টেলর প্রেমে একনিষ্ঠ। তাঁর প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক এতটুকু টাল খায়নি। কী আশ্চর্য এই ব্যালেন্স!