শুরু হয়েই শেষ হয়ে যাচ্ছে ‘এই পথ যদি…’? মুখ খুললেন পরিচালক
টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছেন এই মুহূর্তে আর শুট ফ্রম হোম করছেন না তাঁরা। তাই সব কিছু স্বাভাবিক হলেই আবার নতুন উদ্যামে শুরু হবে শুটিং।
শুরু হয়েই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’? এই প্রশ্ন বিগত বেশ কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল টলিপাড়ার অন্দরে। অবশেষে মুখ খুললেন ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। তিনি জানান, শেষ নয়, তবে আগামী কয়েক দিন জন্য সম্প্রচার বন্ধ থাকবে ওই ধারাবাহিকের।
তিনি লেখেন, “আমাদের প্রিয় দর্শকদের পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই যে আমাদের এই পথ এখনই ফুরিয়ে যাচ্ছে না। আপনাদের ভালবাসায় তার যথেষ্ট আয়ু আছে। আমরা শুধুমাত্র কিছু দিনের বিরতি নিচ্ছি। ” কিন্তু কেন এই সাময়িক বিরতি?
টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছেন এই মুহূর্তে আর শুট ফ্রম হোম করছেন না তাঁরা। তাই সব কিছু স্বাভাবিক হলেই আবার নতুন উদ্যামে শুরু হবে শুটিং। ফেসবুকের এক পোস্টে তিনি লিখেওছেন, “বিরিয়ানি রান্না করতে সময় লাগে। আমরা আপনাদের ডাল-ভাত নয়, বিরিয়ানি পরিবেশন করতে চাইছি। কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসব। আর যে ভাবে ফিরব তাকে সোজা কথায় ‘ধামাকা’ বলে। এখন আমরা এই সেই ধামাকার প্রস্তুতি নিচ্ছি।
আরও পড়ুন- ‘পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই…’, নুসরতের মা হওয়ার খবরে মুখ খুললেন তসলিমা
দিন কয়েক আগেই সিনে ফেডারেশনে তরফে বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এক ভিডিয়ো পাঠানো হয়েছিল। সেই ভিডিয়োতেই ফেডারেশনের তরফে দাবি করা হয়েছিল শুট ফ্রম হোমের নামে যে কয়েকটি ধারাবাহিক বাইরে বেরিয়েও শুট করছে তার মধ্যে অন্যতম ‘এই পথ যদি না শেষ হয়’। ওই সংগঠনের তরফে দাবি করা ডিজাইনার অভিষেক রায়ের গুদামে নাকি শুট করা হয়েছে ওই শো’র কিছু অংশ। যদিও তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি পরিচালক স্বর্ণেন্দু। আপাতত শুটিং বন্ধে দর্শকের মন খারাপ হলেও ধামাকার অপেক্ষায় তাঁরা।