দু’দিনের মধ্যে দুই আপনজনকে কোভিডে হারালেন অভিনেতা
এপ্রিলে বাবা-পিসিকে হারালেও শনিবার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে তাঁদের। যেহেতু বাড়ির সবার কোভিড হয়েছিল তাই সেরে ওঠার পরেই শ্রাদ্ধের কাজ করা গিয়েছে বলে জানিয়েছেন ধ্রুব।
অভিনেতা ধ্রুব সরকারের বাড়িতে একের পর এক খারাপ খবর। প্রথমে হারালেন পিসিকে। দিন দুয়েকের মধ্যে প্রয়াত হলেন বাবাও। কোভিডের করাল গ্রাস প্রাণ কাড়ল তাঁর দুই আপনজনের।
টিভিনাইন বাংলাকে ধ্রুব জানান, গত ২৫ এপ্রিল প্রথমে মারা যান তাঁর পিসি। এর পর ২৭ এপ্রিল প্রয়াত হন তাঁর বাবাও। তাঁর কথায়, “বাড়ির সবার কোভিড হয়েছিল। আমারও হয়েছিল। বাবার আগে থেকেই শরীর খারাপ ছিল। কিন্তু পিসি সুস্থই ছিল মোটামুটি। কিন্তু দুজনকেই হারিয়ে ফেললাম কোভিডে।”
এপ্রিলে বাবা-পিসিকে হারালেও শনিবার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে তাঁদের। যেহেতু বাড়ির সবার কোভিড হয়েছিল তাই সেরে ওঠার পরেই শ্রাদ্ধের কাজ করা গিয়েছে বলে জানিয়েছেন ধ্রুব। আপাতত প্রাথমিক শোক কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার পথে অভিনেতা।
আরও পড়ুন- ‘পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই…’, নুসরতের মা হওয়ার খবরে মুখ খুললেন তসলিমা