Bigg Boss: ‘বিগবস’-এ তন্ত্রমন্ত্র-কালাজাদু! বিস্ফোরক অভিযোগ প্রতিযোগীর
Bigg Boss: 'বিগবস'মানেই ঝামেলা-অশান্তি। তা সত্ত্বেও দর্শকদের বড় পছন্দের এই শো। কিন্তু তাই বলে এই শো'য়ে তন্ত্রমন্ত্র সাধনা! সম্প্রতি 'বিগবস' ঘর নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন প্রতিযোগীর।
‘বিগবস’মানেই ঝামেলা-অশান্তি। তা সত্ত্বেও দর্শকদের বড় পছন্দের এই শো। কিন্তু তাই বলে এই শো’য়ে তন্ত্রমন্ত্র সাধনা! সম্প্রতি ‘বিগবস’ ঘর নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন প্রতিযোগী গৌরব চোপড়ার। যিনি বিগবসের ১০তম সিজনে অংশ নিয়েছিলেন। তাঁর অভিযোগ, ওই সিজনে অংশগ্রহণকারী আর এক প্রতিযোগী স্বামী ওম নাকি ঘরে বসেই কালাজাদু করতেন বাকি প্রতিযোগীদের উপর। শুধু কি তাই? ‘বিগবস’এ অংশ নেওয়াই তাঁর জীবনের অন্যতম ভুল বলে মনে করেন তিনি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,”আমার বিগবসে যাওয়াই উচিৎ হয়নি। স্বামী ওম ছিলেন ভয়ানক। ব্ল্যাক ম্যাজিক করতেন, আমাদের ভয় দেখাতেন। দর্শকদের কাছে হয়তো ব্যাপারটা খুব মজার বলে মনে হতো কিন্তু আমাদের কাছে তা বিভীষিকার থেকে কম কিছু ছিল না।”
ওই সিজনে স্বামী ওমকে নিয়ে কম চর্চা হয়নি। খোদ সলমন খানও তাঁর উপর ছিলেন বিরক্ত। এখানেই শেষ নয়, বিগবসের ঘরে জিনিস নষ্ট থেকে শুরু করে মহিলাদের উপর কটু মন্তব্যের অভিযোগ উঠেছিল তাঁকে ঘিরে। অভিযোগ উঠেছিল, সহ প্রতিযোগী বাণীর গায়ে তিনি এক খেলার সময় তিনি প্রস্রাব ছুড়ে মারেন। বিগবসের ঘর থেকে কার্যতই তাড়িয়ে দেওয়া হয় তাঁকে। ঘটনার বহু বছর পার হয়েছে। তবে আজও সেই ঘটনা মনে করে ভীত গৌরব।