Bengali Serial TRP: শেষের ঘণ্টা বাজলেও টিআরপিতে উজ্জ্বল ‘ধুলোকণা’, ‘মাধবীলতা’, ‘মিঠাই’রা, টিআরপির হলটা কী?
Bengali Serial TRP: বিগত বেশ কিছু সপ্তাহ ধরে খানিক পিছিয়ে গিয়েছে একদা টিআরপিতে প্রথম থাকা ধারাবাহিক 'গৌরী এল'। এই সপ্তাহের নম্বর কমেনি ঠিকই তবে প্রথম চারে জায়গা হয়নি তার।
অবশেষে এক সপ্তাহের অপেক্ষা শেষ, সামনে এল পরীক্ষার ফল। এল টিআরপির (TRP) হিসেব-নিকেশ। ফলাফল বলছে এ সপ্তাহেও দুর্দান্ত পারফরম্যান্স জগদ্ধাত্রী ওরফে জ্যাসের। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও প্রথম সে। এমনকি সামান্য হলেও নম্বর বেড়েছে ওই ধারাবাহিকের। গত সপ্তাহে জ্যাস ও স্বয়ম্ভূর কেমিস্ট্রি হাসিল করেছিল ৮.২। এই সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৩। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে, ‘অনুরাগের ছোঁয়া’। প্রাপ্ত নম্বর কিছুটা কমলেও দর্শক যে উৎসাহ হারায়নি সে কথাই বলছে টিআরপি। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.২। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭। তৃতীয় স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে নম্বর বেড়েছে অল্প। এমনকি জায়গার নিরিখেও এক ধাপ উঠে এসেছে এই ধারাবাহিকটি। গত সপ্তাহের ৭.৩ গিয়ে দাঁড়িয়েছে ৭.৪-এ।
অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে ‘ধুলোকণা’ ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.১। ওই একই নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে আরও দুই ধারাবাহিক। তারা হল ‘গাঁটছড়া’, ‘খেলনা বাড়ি’। প্রসঙ্গত, ‘ধুলোকণা’ বন্ধ হওয়ার খবর, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এত ভাল টিআরপি সত্ত্বেও কেন ওই ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, তা নিয়ে চলছে জল্পনা। ভক্তমহলে বেড়েছে ক্ষোভ। তাঁদের দাবি, ‘কারণ’ ছাড়া ওই ধারাবাহিক বন্ধ করে দিয়ে মোটেও ভাল কাজ করছে না চ্যানেল। যদিও কারণ হিসেবে ওই ধারাবাহিকের প্রযোজক ও লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের দাবি, সময়ের নিয়মেই ওই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাচ্ছে। নতুন করে তাতে আর কিছু দেখানোর নেই।
বিগত বেশ কিছু সপ্তাহ ধরে খানিক পিছিয়ে গিয়েছে একদা টিআরপিতে প্রথম থাকা ধারাবাহিক ‘গৌরী এল’। এই সপ্তাহের নম্বর কমেনি ঠিকই তবে প্রথম চারে জায়গা হয়নি তার। সে রয়েছে পঞ্চম স্থানে। প্রাপ্ত নম্বর ৬.৯। তবে এক লাফে অনেকটা নম্বর কমেছে ‘নিম ফুলের মধু’র। শুরুটা হয়েছিল প্রথম তিনে জায়গা নিয়ে। তবে দ্বিতীয় সপ্তাহতেই ওই ধারাবাহিক পিছিয়ে গিয়েছে অনেকটাই। পৌঁছে গিয়েছে ষষ্ঠ স্থানে। প্রাপ্ত নম্বর ৬.৭। সপ্তম স্থানে রয়েছে মিঠাই ও এক্কা দোক্কা। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ নিয়ে বিগত বেশ কিছু দিন ধরেই হচ্ছে বিস্তর আলোচনা। ওই ধারাবাহিকে কাকিমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে নিয়ে হয়েছে ট্রোলিংও। জায়গার নিরিখে এই সপ্তাহে অষ্টম স্থানে রয়েছে লক্ষ্মী ও তাঁর পরিবার। পাশাপাশি নবম ও দশম স্থানে জায়গা করে নিয়েছে যথাক্রমে ‘মাধবীলতা’ ও ‘নবাব নন্দিনী’। উল্লেখ্য মাধবীলতার এটি শেষ সপ্তাহ। মাত্র তিন মাসেই ওই ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছে। বুধবার অর্থাৎ ৩০ তারিখ ছিল ওই ধারাবাহিকের শেষ শুটিং। প্রথম দশে জায়গা থাকলেও কেন মাধবীলতা ও ধুলোকণার মতো ধারাবাহিকগুলি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।