Roadies: সাউথ আফ্রিকায় অ্যাডভেঞ্চার, নয়া লুকে ফ্রেমবন্দি সোনু সুদ, প্রকাশ্যে প্রোমো
Sonu Sood: নতুন লুকে এবার পর্দায় রিয়েল লাইফ হিরো, করোনা আবহে তিনিই ছিলেন অন্যতম রোডি, এবার রিয়ালিটি শো-এর সঙ্গে যুক্ত হয়ে নয়া ভুমিকায় সোনু সুদ।

রিয়ালিটি শো-এর মধ্যে অন্যতম, জনপ্রিয়, টিআরপি-র তুঙ্গে থাকা রোডিস-এ বার নয়া মোড়। জেন এক্স থেকে ওয়াই-এর কাছে দীর্ঘ দিন ধরে চলা এই শো-এর গ্রহণযোগ্যতা ব্যাপক। প্রতিবছরই নিত্য নতুন প্রতিযোগীদের বাছাই করে নিয়ে শুরু হয় সফর। তবে প্রথম ধাপ থেকে বর্তমানে এই শো-এর টিআরপি বেশ কিছুটা কমেছে। কারণ একটাই, আগের মত নেই প্রতিযোগীদের দাপট, কমেছে কম্পিটিশনের মানও, এমনই পরিস্থিতিতে কেবলই যেন সমালোচনা আর ট্রোলিং নির্ভর শো হয়েই বেশ পিছিয়ে পড়ছিল এই রোডিস। তবে এবার সে সকল প্রসঙ্গে ইতি টেনে ঢেলে সাজানো হচ্ছে পছন্দের এই রিয়ালিটি শো-কে। যার মধ্যে টপিং-এর কাজ করছেন সোনু সুদ।
View this post on Instagram
সোনু সুদ, অভিনয় জগতে তাঁর দাপট কম বেশি সকলের পছন্দ, কিন্তু সোনুর জনপ্রিয়তা রিল লাইফে নয়, তুঙ্গে উঠেছে রিয়েল লাইফে। করোনা পরিস্থিতিতে সাধারণের কাছে তিনিই ছিলেন মাসিহা। মানুষের বিপদে ঠিক কীভাবে ঝাঁপিয়ে পড়তে হয় তিনি তা দেখিয়েছেন। এক কথায় বলতে গেলে লিয়েল লাইফ হিরো, যাঁকে যে প্রান্ত থেকেই ডাকা হোক না কেন, উত্তর মিলছিল পলকে, কারুর প্রয়োজন ছিল একটা সেলাই মেশিন, কেউ আমার লকডাউনে কাছের মানুষের অপেক্ষায় অপলক, কারুর প্রয়োজন ছিল অক্সিজেনের, কেউ আবার দুমুঠো অন্যের জন্য চোখের জল ফেলছিলেন, সেই পরিস্থিতিতে যেভাবে তিনি সকলের পাশে দাঁড়িয়েছিলেন, তা এক কথায় প্রশংসার দাবিদার, এক কথায় তিনিই আসল রোডি।
View this post on Instagram
আর ঠিক সেই ছকে বেঁধেই এবার রোডিসে যুক্ত করা হল সোনু সুদকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আফ্রিকা সফর, সোনু সুদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট। অন্যদিকে তাঁর রোডিসে যুক্ত হওয়াটা যা কোনও প্রকারের গুজব নয়, তার প্রমাণ মিলল প্রথম প্রোমো সামনে আসতেই। যেখানে দেখা যায় একটি গ্রামের মধ্যে কাজে ব্যস্ত সোনু, হঠাৎ-ই একজন এসে তাঁকে প্রস্তাব দিয়ে বসেন, তাঁকে রোডিস থেকে ডাকা হয়েছে, সোনুকে রাজি করাতে তিনি আপ্রাণ চেষ্টা করেন, পরিশেষে যা ঘটে তা হল মিরাকেল, তিনি আগেই রোডিসের চুক্তি সাক্ষর করেছেন বলেই জানান। শো-কতৃপক্ষের তরফ থেকে এবার জানানো হয়েছে, রোডিসকে ঢেলে সাজানো হচ্ছে, থাকবে কঠিন চ্যালেঞ্জ, সম্পূর্ণ জার্নি এবার আফ্রিকায়। সোনু সুদ প্রতিযোগীেদর মেন্টরের কাজ করবেন।
আরও পড়ুন: Siddhant Chaturvedi: সিদ্ধান্ত কি ‘বিশ্বাসঘাতক’, তা হলে সমুদ্র সৈকতে এটা কী করলেন লুঙ্গি পরে?
আরও পড়ুন: Jubin Nautiyal Marriage: রূপকথার প্রেম, নরম তুলতুলে! তা হলে কি বিয়ের দিন আগত জুবিন নটিয়ালের?





