সিদ্ধার্থের মৃত্যুতে মানসিক ভাবে বিপর্যস্ত, হাসপাতালে ভর্তি অভিনেতার কো-স্টার
এর আগে সিদ্ধার্থের পরিবারের সঙ্গে দেখা করে আসার পর জ্যাসলিন জানিয়েছিলেন, সিদ্ধার্থের মা শক্ত থাকার মরিয়া চেষ্টা করছেন। তাঁর মুখে একটাই কথা, 'চলে গেল...'।
একটি মৃত্যু যেন মুষড়ে ফেলেছে গোটা ইন্ডাস্ট্রিকেই। সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণ মানতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনুরাগী, ঠিক তেমনই করণ জোহরও বিগবসের ওটিটির মঞ্চে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে কেঁদে ফেলছেন প্রকাশ্যেই। এবার গোটা ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আরও এক তারকাকে ভর্তি করতে হল হাসপাতালে। তিনি জ্যাসলিন মাথারু। জ্যাসলিন জানিয়েছেন সিদ্ধার্থের মা ও ‘প্রেমিকা’ শেহনাজের সঙ্গে দেখা করে আসা ইস্তক এতটাই অসুস্থ হয়ে যান তিনি যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
হাসপাতাল থেকেই একটি ভিডিয়ো শেয়ার করেছেন জ্যাসলিন। তিনি জানিয়েছেন, সিদ্ধার্থের এই খবর ও এরই সঙ্গে তাঁর মা ও শেহনাজের সঙ্গে দেখা করে আসার পর বাড়ি ফিরে জ্বর চলে আসে তাঁর। গায়ের তাপমাত্রা বেড়ে ১০৪ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। জ্যাসলিন আরও জানান, এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে। ভাল হওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি সবাইকে এই কঠিন সময়ে তাঁর জন্য প্রার্থনারও আর্জি জানিয়েছেন ওই তারকা। ঘটনার দিন সিদ্ধার্থের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন জ্যাসলিন। সেই ভিডিয়োর কমেন্ট সেকশনে লোকজন তাঁর ম্রিত্যুই কামনা করছে… এই ঘটনাও তাঁর মানসিক চাপ বাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি।
View this post on Instagram
এর আগে সিদ্ধার্থের পরিবারের সঙ্গে দেখা করে আসার পর জ্যাসলিন জানিয়েছিলেন, সিদ্ধার্থের মা শক্ত থাকার মরিয়া চেষ্টা করছেন। তাঁর মুখে একটাই কথা, ‘চলে গেল…’। তবে শেহনাজের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন, “আমার দিকে একদৃষ্টে তাকিয়ে ছিল। সব সময় বকবক করা, আড্ডা দেওয়া যে শেহনাজ গিলকে আমরা দেখেছি তার থেকে একেবারেই আলাদা। আমি কথা বলার চেষ্টা করেছিলাম। ও আমায় পাশে বসতে বলল। বাকি সময়টা চুপচাপ বসেছিল। আমি ওকে ঘুমোতে বলেছিলাম। কিন্তু কোনও কথাই যেন ওর কানে ঢুকছিল না।” প্রসঙ্গত, জ্যাসলিন এর আগে শেহনাজের শো ‘মুঝসে শাদি করোগে’তে সিদ্ধার্থের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
সিদ্ধার্থ ঘনিষ্ঠ বেশ কিছু জন জানিয়েছেন, গত বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরেন সিদ্ধার্থ। শরীর ভাল লাগছিল না তাঁর। তাঁর মা ও শেহনাজ দুজনেই সে সময় বাড়িতেই ছিলেন। প্রথমে লেবুর জল ও পরে সিদ্ধার্থকে আইসক্রিম খেতে দেন তাঁরা। কিন্তু তা কাজে লাগে না। অস্বস্তি বাড়তে থাকে ক্রমশ। এর পর শেহনাজ ও তাঁর মা তাঁকে আরাম করতে বলেন। কিন্তু ঘুম আসছিল না কিছুতেই। শেহনাজকে পাশে থাকতে বলেন সিড। পিঠে হাত বুলিয়ে দিতে বলেন। শেহনাজ তাই করতে থাকেন। শেহনাজের কোলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ, সূত্র বলছে তেমনটাই। ঘুমিয়ে পড়েন শেহনাজও। পর দিন সাতটা নাগাদ ঘুম থেকে উঠে শেহনাজ দেখেন ঠিক একই রকম ভাবে ‘ঘুমিয়ে’ আছেন সিদ্ধার্থ। তিনি ডাকতেই বুঝতে পারেন, সিদ্ধার্থ সাড়া দিচ্ছেন না। ভয় পেয়ে পরিবারের বাকিদের ডাকতে ছুটে যান তিনি। ফোন করা হয় পারিবারি ডাক্তারকেও। তিনি এসেই বুঝতে পারেন সিদ্ধার্থ নেই। নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
View this post on Instagram
বিগ বস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। দিন কয়েক আগে একসঙ্গে মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন তাঁরা। তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখবার ইচ্ছে ছিল ভক্তদের। সেই ইচ্ছে যদিও আর পূরণ হল না।
‘বিগ বস ১৩’-র বিজেতা হওয়ার আগে থেকেই ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থর পরিচিতি ছিল। ওই রিয়ালিটি শোয়ে জয়লাভের পর তিনি আরও জনপ্রিয় হন। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিপুল ৩’- সিদ্ধার্থর শেষ কাজ। ওই শোয়ে সিদ্ধার্থর চরিত্রের নাম ছিল অগস্ত্য। ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি।