Ghorer Bioscope Award 2023: ‘নতুনরা আরও কাজ করার শক্তি পাবে’ ঘরের বায়োস্কোপের রেডকার্পেটে দাঁড়িয়ে বললেন অদিতি
Aditi Munshi: হালকা রঙের শাড়িতে, খোলা চুল সেই চেনা লুকেই ধরা দিয়েছিলেন অদিতি। রেডকার্পেটে দাঁড়িয়ে বললেন, যে কোনও ধরনের সম্মাননা নতুনদের উৎসাহিত করে। আমার মনে হয় এই অ্যাওয়ার্ড শোটাও এরকমই হবে, যাতে নতুনরা আরও বেশি করে কাজ করার শক্তি পাবে।"
শহরের বুকে এ এক তারাদের সমাবেশ। বিনোদন জগতেরএকরাশ তারাদের উপস্থিতিতে জমে উঠেছিল TV9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩-এর আসর। বাদ ছিলেন না প্রায় কেউ-উ। আড্ডা, গল্প, গান-নাচে ভরা এক জমজমাটি সন্ধের সাক্ষী থাকল শহর কলকাতা। হাজির হয়েছিলেন স্বয়ং মা সরস্বতী অদিতি মুন্সী। রেড কার্পেটে কী বললেন অদিতি?
দর্শকদের মনে তাঁর অবাধ বিচরন। তাঁর মিষ্টি গলার জাদুতে বুঁদ হয়ে থাকেন অনুরাগীরা। শুধু গলাই নয়, স্বভাবেও অদিতি ঠিক ততটাই মিষ্টি। জি-বাংলার রিয়ালিটি শো সারেগামাপার হাত ধরে শুরু পথ চলা। তাঁর ছোঁয়ায় বাংলার কীর্তন এক অন্য রূপ পেয়েছে। সঙ্গীতে কেরিয়ার ও বিধায়ক পদ সমানভাবে সামলান সবটাই। এবার তাঁর উপস্থিতিতে পূর্ণতা পেল TV9 বাংলার এই প্রয়াস। নতুনদের নিয়ে আশাবাদী অদিতি, জানালেন এমনটাই।
হালকা রঙের শাড়িতে, খোলা চুল সেই চেনা লুকেই ধরা দিয়েছিলেন অদিতি। মুখে লেগে সেই একগাল চেনা হাসি। রেডকার্পেটে দাঁড়িয়ে বললেন, “যে কোনও ধরনের সম্মাননাই নতুনদের উৎসাহিত করে। আমার মনে হয় এই অ্যাওয়ার্ড শোটাও এরকমই হবে, যাতে নতুনরা আরও বেশি করে কাজ করার শক্তি পাবে।”
View this post on Instagram