Vaishali Takkar: রাহুলের জন্যই আত্মহত্যা মেয়ের, বিস্ফোরক বয়ান টেলি অভিনেত্রীর মায়ের

Vaishali Takkar: শনিবার রাতে বৈশালীর ভাই প্রথম তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Vaishali Takkar: রাহুলের জন্যই আত্মহত্যা মেয়ের, বিস্ফোরক বয়ান টেলি অভিনেত্রীর মায়ের
বিস্ফোরক বয়ান টেলি অভিনেত্রীর মায়ের
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 8:30 AM

ইনদওরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রী বৈশালী ঠক্করের ঝুলন্ত দেহ। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিলেন আত্মহত্যা করেছেন ‘শ্বশুরাল সিমর কা’ খ্যাত এই অভিনেত্রী। তাঁর মৃত্যুর পর থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার কাঠগড়ায় তাঁর প্রতিবেশী রাহুল নভলানি ও তাঁর স্ত্রী। এই দুই ব্যক্তির প্রতি সংবাদমাধ্যমের সামনেই ক্ষোভ উগরে দিলেন মৃতার মা। সংবাদ সংস্থা এএনআইকেও অভিনেত্রীর মা অনু কউর ঠক্করের দাবি করেছেন, বহু দিন ধরেই নাকি অভিনেত্রীকে উত্যক্ত করতেন রাহুল। ডিসেম্বরে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিয়েও নাকি ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বৈশালীর ঘর থেকে যে পাঁচ পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে, সেখানেও নাকি রাহুলের শাস্তির কথাই বলেছেন অভিনেত্রী, দাবি মায়ের।

বৈশালীর মায়ের কথায়, “রাত্রি সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এমনটা করেছে বৈশালী। তার আগে পর্যন্ত ওর ব্যবহার বেশ স্বাভাবিক ছিল। আমরা বুঝতেই পারিনি আড়াই বছর ধরে রাহুল ওকে বিরক্ত করেছে”। অবিলম্বে যাতে রাহুল শাস্তি পান সেই আবেদনই জানিয়েছেন তিনি। অন্যদিকে পুলিশের তরফেও জানান হয়েছে বৈশালীর নোটে রাহুলের উল্লেখ রয়েছে। তবে রাহুল আপাতত ফেরার। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

শনিবার রাতে বৈশালীর ভাই প্রথম তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বৈশালীর একদা সহকর্মী রোহন মেহরা জানিয়েছেন, বিভিন্ন সময়ে বৈশালীর মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা গিয়েছে আগে। এ কারণে তাঁর চিকিৎসাও চলছিল। অন্যদিকে বৈশালী বন্ধু ও বন্ধু পত্নীর তরফে জানা গিয়েছে ডিসেম্বরেই ক্যালিফোর্নিয়ার এক ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। দীপাবলি মিটে গেলেই মুম্বইয়ে এসে তাঁর জামাকাপড় কেনার কথাও ছিল। প্রসঙ্গত, এই বছরের এপ্রিলে পেশায় ডাক্তার অভিনন্দন সিংয়ের সঙ্গে তাঁর বাগদানের খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। কিন্তু এক মাস পরেই তিনি ঘোষণা করেন, তাঁরা বিয়ে করছেন না। এমনকি যে বাগদানের যে ভিডিয়ো তিনি শেয়ার করেছিলেন তাও সরিয়ে নেন সোশ্যাল মিডিয়া থেকে।