Sharmila Tagore: জঘন্য! ভারতীয় সিরিয়ালে দেখানো শাশুড়ি-বউয়ের রসায়নকে ধিক্কার জানালেন শর্মিলা ঠাকুর

Indian Television : বিষয়টির বিরুদ্ধে চ্যানেলগুলিতে অভিযোগ পাঠানো হয়েছিল শর্মিলার সংগঠন থেকে। চ্যানেলগুলির উত্তর শুনে আরও রেগে গিয়েছেন শর্মিলা। তিনি হেসেওছেন। বলেছেন, "একটি চরিত্রকে আগে খুব খারাপ দেখানো হয় সিরিয়ালে। তারপর ভালো দেখানো হয়। ৭২টি এপিসোডে একজনকে খারাপ দেখানোর পর, ভাল দেখিয়ে লাভ কী! মানুষ ততদিনে সেই খারাপ জিনিসগুলোই শিখে নিয়েছে।"

Sharmila Tagore: জঘন্য! ভারতীয় সিরিয়ালে দেখানো শাশুড়ি-বউয়ের রসায়নকে ধিক্কার জানালেন শর্মিলা ঠাকুর
শর্মিলা ঠাকুর।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 1:50 PM

ভারতীয় ধারাবাহিককে তুলোধুনা করলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেইন্টস কাউন্সিলের সদস্য। সম্প্রতিককালে এক বৈঠকে ভারতীয় সিরিয়াল নিয়ে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন শর্মিলা। স্পষ্ট বোঝা গেল, শাশুড়ি-বউমার গল্পনির্ভর মেগা সিরিয়ালগুলিকে কতখানি ঘৃণা করেন তিনি।

শর্মিলা এদিন বলেছেন, “ভারতীয় সিরিয়ালে আছেটা কী! যা দেখানো হয়, তা সমাজকে কখনও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। বরং আরও পিছনের দিকে ঠেলে দেবে। তাঁরা দেখান, একজন মহিলাই একজন মহিলার শত্রু। একজন মহিলা আর-একজন মহিলাকে নানাভাবে অপদস্ত করছে। দেখানো হয়, শাশুড়ি-বউমাকে কতরকমভাবে অত্যাচার করছে। কখনও তাকে একতলা থেকে নীচে ফেলে দিচ্ছে। তাকে কটূ কথা বলছে। গায়ে গরম তেল ঢেলে দিচ্ছে। পায়ের উপর ভারী জিনিস রেখে দিচ্ছে। এমন জিনিস বছরের পর-বছর দর্শককে দেখাচ্ছে এই ধারাবাহিকগুলো। তাতে সমাজ কোন দিকে এগোচ্ছে? ভারতীয় সিরিয়ালের দর্শক বিপুল। প্রচুর মানুষ কেবল, মহিলারাই নন, পুরুষরাও এই ধরনের কনটেন্ট দেখেন টিভির পর্দায়।”

বিষয়টির বিরুদ্ধে চ্যানেলগুলিতে অভিযোগ পাঠানো হয়েছিল সংগঠন পক্ষ থেকে। চ্যানেলগুলির উত্তর শুনে আরও রেগে গিয়েছেন শর্মিলা। তিনি হেসেওছেন। বলেছেন, “একটি চরিত্রকে আগে খুব খারাপ দেখানো হয় সিরিয়ালে। তারপর ভালো দেখানো হয়। ৭২টি এপিসোডে একজনকে খারাপ দেখানোর পর, ভাল দেখিয়ে লাভ কী! মানুষ ততদিনে সেই খারাপ জিনিসগুলোই শিখে নিয়েছে।”

শর্মিলা মনে করেন ধারাবাহিকের চেয়ে সিনেমা অনেক বেশি উদার মানসিকতা প্রতিপন্ন করে। ভারতীয় সিনেমা অনেকটাই পাল্টেছে। বলা ভাল সাবালক হয়েছে।