শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও প্লেন চালানো শিখেছেন এই ৬ তারকা
রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও রয়েছেন এমন অভিনেতা-অভিনেত্রী যারা অনায়াস দক্ষতায় উড়িয়ে দিতে পারেন প্লেন। রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা এ ব্যাপারে। তবে সবার কাছেই যে লাইসেন্স আছে এমনটা নয়। কেউ কেউ স্রেফ শুটিং করার ফাকেই নিজের ইচ্ছেতেই শিখেছেন প্লেন ওড়ানো।
Most Read Stories