Ankush-Oindrila-Paran-Tonic: ‘দেবের সঙ্গে টনিক করেছ, আমার সঙ্গে জেলুসিল হলেও করতে হবে তোমাকে’, পরাণকে বলেছেন অঙ্কুশ

'টনিক' ছবিটি দেখে একছুট্টে পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

Ankush-Oindrila-Paran-Tonic: 'দেবের সঙ্গে টনিক করেছ, আমার সঙ্গে জেলুসিল হলেও করতে হবে তোমাকে', পরাণকে বলেছেন অঙ্কুশ
'টনিক' দেখে আবেগাপ্লুত অঙ্কুশ-ঐন্দ্রিলা; দেব ও পরাণ।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2022 | 2:10 PM

২৪ ডিসেম্বর বড়দিনের ঠিক আগেই মুক্তি পেয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেব অভিনীত ছবি ‘টনিক’। দেবের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি দারুণ ব্যবসা করছে প্রেক্ষাগৃহেও। জেনারেশন গ্যাপ নিয়ে ছবি। বয়স বাড়লে কি মানুষের মধ্যে বেঁচে থাকার, জীবনকে উপভোগ করার ইচ্ছাশক্তি কমে যায়? সরাসরি সেই প্রশ্নই তুলেছে ছবিটি। ছবি দেখেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। দেখেই ছুট্টে চলে এসেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সিনিয়র অভিনেতাকে একপ্রকার জড়িয়ে ধরে গালে একে দিয়েছেন একাধিক হামি। সেই সঙ্গে আবদার করেছেন অঙ্কুশ। যে দেবের সঙ্গে ‘টনিক’-এ অভিনয় করেছেন পরাণ, তাঁর সঙ্গে জেলুসিলে অভিনয় করতে হবে! ঐন্দ্রিলাও বলেছেন, তাঁর সঙ্গে ‘কাফ সিরাপ’-এ অভিনয় করলেই চলবে।

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

ছবি মুক্তির কিছুদিন আগে ‘টনিক’-এর শুটিংয়ের এক টুকরো স্মৃতি নিজের ইনস্টাগ্রাম ওয়ালে তুলে ধরছিলেন দেব। ভিডিয়োতে পরাণকে দেখে মুগ্ধ নেটিজেন। আশিতেও কাজের প্রতি যে ভালবাসা তাঁর সেই ঝলকও মিলেছে সেখানে। একটি সিনেমা তৈরির নেপথ্যে থাকে বহু মানুষের পরিশ্রম। বহু বহু টাকার লগ্নি। তাই বৃষ্টির সেই বেসামাল পরিস্থিতিতেও কাজের প্রতি অনড় সিনিয়র অভিনেতা, যা মুগ্ধ করেছেন দেবকেও। ভিডিয়োতে তাঁকে বলতেও শোনা যাচ্ছে, “৮0 বছরের একটা লোক যে পরিশ্রম করলেন বৃষ্টিতে ভিজে, আমার কিছু বলার নেই। এই আবহাওয়ায় এত কষ্ট করতে বোধহয় এই লোকটাই পারে”।

হাসিমুখে দেবকে কাছে টেনে পরাণ বন্দ্যোপাধ্যায় তখন সস্নেহে মাথা মুছিয়ে দিচ্ছেন তাঁর। গাল টিপে বলছেন, “আমি একা নাকি, পরিশ্রম তো তুইও করেছিস”।

আরও পড়ুন: Mahananda: মাথা ভর্তি এলোমেলো সাদা চুল, মুখে বলিরেখা, এক ধাক্কায় অনেকটা বয়স বাড়ল গার্গী রায়চৌধুরীর