Photash: গায়কদের লাগছে না, অভিনেতারাই গান গাইবেন এই বাংলা ছবিতে, তা হলে কি ফিরছে পুরনো দিনের ধারা?
New Bengali Film: যেমনটা অনেক আগে হত। অভিনেতারাই প্লেব্যাক করতেন! সেই ৪০-৫০-এর দশকে।

বয়ঃসন্ধিতে পা দেওয়া এক কিশোরের জীবনকে বড় পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক কৌশক কর। ঋতব্রত মুখোপাধ্যায় অভিনীত সেই ছবির নাম ছিল ‘পর্ণমোচী’। ‘ছিপকলি’ নামের একটি ছবিও তৈরি করেছিলেন কৌশিক। বাংলা নাট্যজগতের সঙ্গেও তাঁর যোগসূত্র অনেকদিনের। পরিচালনার পাশাপাশি বহু ছবি ও নাটকে অভিনয় করেছেন কৌশিক। এবার ফের একটি ছবি তৈরি করতে চলেছেন তিনি। ছবির নাম ‘ফটাস’। আপাদমস্তক বাস্তবধর্মী ছবি। সমাজের কঠিন, না বলা দিককে তুলে ধরতে চলেছেন বরাবরের মতো।
অনৈতিক মানুষকে নৈতিককতার পথ দেখাবে গল্পের প্রোটাগনিস্ট। সেই পথ জেহাদের। গল্পে গুলিগালা আছে অনেক। কিন্তু সেই গুলিতে কারও মৃত্যু হবে না। গুলি চলবে ক্যাপ বন্দুকে।
নানা কারণে বিপন্ন হয়েছে মানবজীবন। সারল্য হারিয়েছে। হারিয়েছে মূল্যবোধ। রাজনীতি বড় ভূমিকা পালন করেছে। বিপ্লব হয়েছে। প্রেম এসেছে। অর্থনীতিও পাল্টেছে। ছবিতে জায়গা করে নিয়েছে সবটাই। ‘ফটাস’ একটি ডার্ক কমেডি।
পরিচালক নিজেই অভিনয় করেছেন ছবিতে। তিনিই মুখ্যচরিত্রে রয়েছেন। চরিত্রের নামও ফটাস। ফটাসের স্ত্রী তন্দ্রার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী তন্নিষ্ঠা। রয়েছেন আরও এক অভিনেতা-পরিচালক। তিনি সৌরভ চক্রবর্তী। তাঁকে দেখা যাবে শংকরের চরিত্রে। ফটাস-শংকর শিশুবেলার বন্ধু। ছবিটি ডার্ক-কমেডি। একদিকে যেমন নানা সামাজিক বিষয়কে তুলে ধরা হবে, তেমনই পুরোটাই বর্ণিত হবে হাস্যরসের ধাঁচে।
ছবির অন্যতম ইউএসপি গান। তিনটি আঙ্গিকের গান রয়েছে ছবিতে। একদিকে যেমন ব্যবহৃত হবে রবীন্দ্র সঙ্গীত, অন্যদিকে থাকবে নজরুলগীতি ও লালন ফকিরের গান। আরও একটি অভিনব বিষয় – কোনও গানই প্রচলিত গায়ক-গায়িকাদের দিয়ে গাওয়ানো হচ্ছে না। গান গাইবেন ছবির অভিনেতারাই। যেমনটা অনেক আগে হত। অভিনেতারাই প্লেব্যাক করতেন! সেই ৪০-৫০-এর দশকে।
আর কিছুদিনের অপেক্ষা। দ্রুত শুরু হবে ‘ফটাস’-এর শুটিংও!
আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ‘হয়তো ওঁর মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল,’ কাঁদতে-কাঁদতে কেন বললেন ঋতুপর্ণা?





