Jai Hind: কলকাতায় লাগাতার নাশকতার ছক জায়েদের, কীভাবে রুখবেন ইমতিয়াজ?
Jai Hind: ছবির চিত্রনাট্য অনুযায়ী জায়েদ নামক ওই ব্যক্তি কলকাতার বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক ভাবে নাশকতার ছক কষে। যদিও শেষ মুহূর্তে ক্রিপটোলজিস্ট মোনালি ভট্টাচার্যের সাহায্যে ধরা পড়ে যায় তাদের ষড়যন্ত্র।
আবারও সন্ত্রাসবাদ নিয়ে ছবি টলিউডে। একদিকে ইন্ডিয়ান মুজাহিদিন নামক জঙ্গি সংগঠনের সদস্য আনওয়ার আহমেদ জায়েদ ও অন্যদিকে সন্ত্রাসবাদ দমনকারী শাখার সুপারিন্টেনডেন্ট ইমতিয়াজ কবিরের টানাপড়েন নিয়েই আসতে চলেছে পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি জয় হিন্দ।
ছবির চিত্রনাট্য অনুযায়ী জায়েদ নামক ওই ব্যক্তি কলকাতার বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক ভাবে নাশকতার ছক কষে। যদিও শেষ মুহূর্তে ক্রিপটোলজিস্ট মোনালি ভট্টাচার্যের সাহায্যে ধরা পড়ে যায় তাদের ষড়যন্ত্র। জানা যায়, এক শপিং মল, মন্দির-মসজিদ, রেস্তরাঁ ও পুলিশের হেড কোয়ার্টারে বিস্ফোরণের প্ল্যান করেছিল ওই সংগঠন। ইমতিয়াজের নেতৃত্বে গোয়েন্দা দফতরের হাতে গ্রেফতার হয় জায়েদ। শুরু হয় তাঁর কারাবাস।
জেল জীবনে আচমকাই জায়েদের জীবনে দেখা যায় আমূল পরিবর্তন। ধর্মপ্রাণ মুসলিম হয়ে ওঠে সে। মুখ্যমন্ত্রীকে তাঁর ফাঁসির আদেশ মকুব করার জন্যও অনুরোধ জানায় জায়েদ। চার বছর পর সে মুক্তি পায়। কিন্তু সত্যিই কি বদল হয় তাঁর? ইমতিয়াজ প্রথম থেকেই ছিলেন সন্দিগ্ধ। তবু জায়েদকে বিশ্বাস করে সে, ক্রমশ তাঁর সন্দিগ্ধ মনও জায়েদের মামলা থেকে দূরে সরে গিয়ে মনোনিবেশ করে অন্য মামলায়। আর সেই সুযোগই নেয় জায়েদ।
তবে এ বার আর নাশকতা নয়। আরও ভয়ঙ্কর এক মারণখেলায় মেতে ওঠে সে। হাজার হাজার সাধারণের প্রাণ কি চলে যাবে জায়েদের হাতে নাকি এখানেও ত্রাতার ভূমিকায় আবির্ভাব হবে ইমতিয়াজে? এই নিয়েই ছবি জয়হিন্দ। ছবিতে অভিনয় করবেন শতফ ফিগার, ইন্দ্রনীল সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, পলি চট্টোপাধ্যায়সহ অন্যান্য। ছবির চিত্রনাট্য সংলাপ রচনা করেছেন দেবারতি ভৌমিক। প্রযোজক রূপক চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে কলকাতার বেশ কিছু বস্তি অঞ্চলেও এই ছবি শুটিং হতে চলেছে। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।
আরও পড়ুন: Shatarup Ghosh: ঘনঘন ফিল্মি পার্টিতে, মোশারফ করিমের সঙ্গে ছবি, শতরূপ কি এ বার টলিউডের ‘হিরো’?
আরও পড়ুন: Parambrata Chattopadhyay: পর্দায় বার বার মহিলাদের সহযোগী হতে আপত্তি নেই পরমব্রতর