বৃষ্টিভেজা কলকাতায় ব্যস্ত কাজল, সাক্ষী থাকল কুমোরটুলি-বেলগাছিয়া

সকাল থেকেই ছিল আকাশের মুখ গোমড়া। রোদ এসেও যেন হারিয়ে গিয়েছে মাঝেমধ্যেই।

বৃষ্টিভেজা কলকাতায় ব্যস্ত কাজল, সাক্ষী থাকল কুমোরটুলি-বেলগাছিয়া
চলছে শুটিং
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 6:59 PM

বিয়ের পর আবারও ক্যামেরার মুখোমুখি। আবারও লাইট ক্যামেরা অ্যাকশনের চেনা গন্ধ। আবারও নতুন ছবি। কামব্যাক করেছেন কাজল আগরওয়াল তথাগত সিংহের ছবি ‘উমা’ দিয়ে। সেই ছবির শুটেই আপাতত কলকাতায় কাজল। মঙ্গলবার শহরের অলিগলি সাক্ষী থাকল কাজলের ক্যারিশ্মার। শুটিংয়ে মজলেন অভিনেত্রী।

সকাল থেকেই ছিল আকাশের মুখ গোমড়া। রোদ এসেও যেন হারিয়ে গিয়েছে মাঝেমধ্যেই। একটানা বৃষ্টি হয়েছে। অথচ শুটিং চলেছে ঠিকই। কখনও কুমোরটুলি সোঁদা গন্ধের ভ্যাপসা গলি আবার কখনও বা বেলগাছিয়ার রাজবাড়ি সাক্ষী থেকেছে কাজলের শুটের। এখনও বেশ কিছু দিন রয়েছে শুটিং শিডিউল। নতুন শহরের অচেনা গন্ধেই মশগুল অভিনেত্রী। ছবিতে কাজল ছাড়াও রয়েছেন রয়েছেন টিন্নু আনন্দ, হর্ষ ছায়া, মেঘনা মালিক, গৌরব শর্মা, শ্রীসওয়ার এবং বঙ্গকন্যা আয়ুসী তালুকদার।

দিন কয়েক আগেই নিজের এক অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন কাজল। ব্রঙ্কিয়াল অ্যাস্থমার রোগী ছিলেন তিনি। কাজল জানিয়েছিলেন, পাঁচ বছর বয়স থেকেই তাঁর হাঁপানির সমস্যা ছিল। সে কারণে বহু খাবার এড়িয়ে চলতে হত তাঁকে। চিকিৎসকের পরামর্শ মেনেই বহু নিয়মের মধ্যে বাঁধা ছিল জীবন। দুগ্ধজাত কোনও খাবার, চকোলেট একেবারে বারণ ছিল তাঁর। শীতের সময় এই সমস্যা আরও বেড়ে যেত। তখন ইনহেলারই ছিল তাঁর একমাত্র ভরসা।

আরও পড়ুন-আমির-কিরণের বিচ্ছেদ ঘোষণার সিদ্ধান্ত কি আদতে সেলিব্রিটি স্টান্ট? মত মনোবিদ থেকে তারকার

শুটিং চলছে।