Solanki-Vikram: ৮ বছর পর আবারও একসঙ্গে, কতটা গাঢ় শোলাঙ্কি-বিক্রমের সম্পর্ক?
Tollywood Inside: জুটির প্রথম ছবি নিয়ে 'শহরের উষ্ণতম দিনে'। তারই প্রচারে এখন ব্যস্ত তাঁরা। একে অপরকে নিয়ে এই আটটা বছর ঠিক কেমন কেটেছে বিভিন্ন সাক্ষাৎকারের শোলাঙ্কি কিংবা বিক্রমকে বলতে শোনা যায়।
শোলাঙ্কি রায় ও বিক্রম চট্টোপাধ্যায়, একে অন্যের সঙ্গে প্রথম কাজ করেছিলেন ইচ্ছেনদী ধারাবাহিকে। তাঁদের সেই জুটি, পলকে নজর কেড়েছিল সকলের। তবে থেকে গাঢ় হয়েছিল বন্ধুত্ব। বেড়েছিল তাঁদের সমীকরণ নিয়ে জল্পনাও। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন এই জুটি। তারপর থেকে কেবলই অপেক্ষা। একের পর এক বছর গিয়েছে তবে এই জুটিকে পর্দায় আর ফিরে পাওয়া হয়নি। টানা ৮ বছর পর সেই ইচ্ছে পূরণ হল এবার ভক্তদের। তবে এবার আর ছোট পর্দায় নয় বড়পর্দায় আসছেন তাঁরা তাঁদের জুটির প্রথম ছবি নিয়ে শহরের উষ্ণতম দিনে। তারই প্রচারে এখন ব্যস্ত তাঁরা। একে অপরকে নিয়ে এই আটটা বছর ঠিক কেমন কেটেছে বিভিন্ন সাক্ষাৎকারের শোলাঙ্কি কিংবা বিক্রমকে বলতে শোনা যায়।
View this post on Instagram
কখনও বন্ধুত্ব ধরেছে ফাটল কখনও আবার প্রয়োজনে একে অপরের পাশে থেকেছেন। তবে এই আটটা বছরে দূরত্ব এত বেড়ে যায়নি যে তাঁরা একে অপরকে ডাকলে কাছে পাননি। এক সাক্ষাৎকারে বিক্রম বলেন তবে থেকেই বোঝা গিয়েছিল এই বন্ধুত্ব দৃঢ় হবে এ বন্ধুত্ব আজীবন থেকে যাবে। তাঁঁদের পর্দার পিছনে সমীকরণ নিয়ে মুখ খুলেছিলেন শোলাঙ্কি। তার কথায় এই ছবিটি যখন তিনি হাতে পান অর্ধেক গল্প শুনে স্থির করেছিলেন ছবিটি করবেন। তবে চেয়েছিলেন বিপরীতে এমন একজন থাকুন, যাঁর শহরের প্রতি ভালবাসা ভাললাগ গুলো তারই মতো। যখন শুনেছিলেন বিক্রমের নাম তখন এই কাজের প্রতি ভাললাগাটা আরও বেড়ে গিয়েছিল। দর্শকেরাও একই ভাবে খুশি হয়েছেন আবারো এই জুটিকে ফিরে পেয়ে। এখন দেখার পর্দায় এই জুটি কতটা প্রভাব ফেলে। চলতি মাসের শেষে মুক্তি পাচ্ছে শহরের উষ্ণতম দিনে। শোলাঙ্কির কথায় এটি একটি নিপাট প্রেমের গল্প মাত্র। যার পরতে পরতে জড়িয়ে রয়েছে শহর কলকাতার প্রতি প্রেম, শহর কলকাতার প্রতি ভালবাসা।
View this post on Instagram