Swastika Mukhopadhyay: জন্মদিনে মাকে মিস করলেন স্বস্তিকা, অভাব মেটালেন বন্ধুরাই, কিন্তু কীভাবে?
Swastika Mukhopadhyay Birthday: গুগল বলছে ১৩ ডিসেম্বর ছিল স্বস্তিকার জন্মদিন। কিন্তু ১৬ ডিসেম্বর সন্ধ্যায় তিনি জন্মদিনের কেক কাটার ভিডিয়ো এবং ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
দেখতে-দেখতে অনেকগুলো বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ডিসেম্বরেই তাঁর জন্মদিন। গুগল বলছে ১৩ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। কিন্তু ১৬ ডিসেম্বর সন্ধ্যায় তিনি জন্মদিনের কেক কাটার ভিডিয়ো এবং ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি এবং ভিডিয়ো শেয়ার করে স্বস্তিকা তাঁর মাকে মিস করার কথা লিখেছেন। সেই সঙ্গে এমন সুন্দর জন্মদিন আয়োজন করার জন্য বন্ধুদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
আট বছর আগে মাকে হারিয়েছেন স্বস্তিকা। মায়ের কথা প্রতিনিয়ত মনে পড়ে তাঁর। স্বাভাবিকভাবেই জন্মদিনেও মাকে মিস করেছেন অভিনেত্রী। তাঁর ফেসবুক পোস্টে স্বস্তিকা লিখেছেন, “মা চলে গিয়েছেন আটটা জন্মদিন আগে। তারপর থেকে আর পায়েস খাওয়া হয়নি। হাজারটা জিনিস যা আর খাওয়া বা করা হয় না তার মধ্যে অন্যতম! কলার বড়া, তিল এ সব মা ভেজে খাওয়াত। প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে… আরও অনেক প্রিয় জিনিস থাকত আমার।. অত যত্ন মায়েরাই করে।”
কিন্তু এই বছর মায়ের অভাব কিছুটা হলেও মেটানোর চেষ্টা করেছেন স্বস্তিকার বন্ধুরাই। তাঁরাই স্বস্তিকাকে পায়েস রেঁধে খাইয়েছেন। তাই অভিনেত্রী লিখেছেন, “এই বছরটা আমার জন্য খানিকটা হলেও লাকি। আমার বন্ধুরা আমার জীবনের অঙ্গ। ওরা ফটোতে নেই। প্রত্য়েকেই VVIP (ভীষণই গুরুত্বপূর্ণ মানুষ), তাই আপনারা কেবলই তাঁদের গলা শুনতে পাবেন। একজন আমার কেক কাটা নিয়ে তেমন খুশি নন।” মজার বিষয়, কেক কাটার সময় স্বস্তিকা ছুরি উল্টো ধরেছিলেন। ধারাল দিকটা উপরের দিকে ছিল। একজন বন্ধু বারবারই সেটা মুখে বলে সংশোধন করে দিতে চাইছিলেন। সেই কারণেই স্বস্তিকা শেষে এমন কথা লিখেছেন।