ED Raids: শহরে উদ্ধার হওয়া ২০ কোটি নিয়ে এবার মুখ খুললেন টলি-অভিনেত্রী শ্রীলেখা
Sreelekha Mitra: শুক্রবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে শ্রীলেখা যে পোস্ট করেছেন, তাতে স্পষ্ট ইঙ্গিত ইডির তল্লাশিতে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক তরুণীর বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ ২০ কোটি টাকার প্রসঙ্গ।
এবার ইডি-র তল্লাশিতে উদ্ধার হওয়া ২০ কোটি টাকা নিয়ে মুখ খুললেন ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ বলে পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শুক্রবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে শ্রীলেখা যে পোস্ট করেছেন, তাতে স্পষ্ট ইঙ্গিত ইডির তল্লাশিতে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক তরুণীর বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ ২০ কোটি টাকার প্রসঙ্গ। ইডি-র করা টুইট থেকে টাকার ছবির স্ক্রিন শট নিজের প্রোফাইলে শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘‘এক কোটি আমাদের দিয়ে ধরা পড়লে কী এমন ক্ষতি হত!!!! কোটি কোটি পেন্নাম টিম জয় বাংলা’’।
প্রসঙ্গত শুক্রবার সকাল থেকে ইডি এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নামে। বিভিন্ন জায়গায় চলে অভিযান। ইডি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যায়। অন্যদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও যায় ইডি। সেই সঙ্গে যাওয়া হয় মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও। এরপর সন্ধ্যায় ইডির একটি টুইটকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায় নামে এক তরুণীর বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকার বেশি উদ্ধার হয়। হরিদেবপুরের একটি বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার করা হয় এই টাকা। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এই অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।
বামপন্থী শ্রীলেখা বিভিন্ন সময় তাঁর সোশ্যাল মিডিয়ায় নানাবিধ রাজনৈতিক-অরাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে সরব হন। সেরকমই একটি পোস্ট করেন এ দিন শ্রীলেখা। একপ্রকার ব্যঙ্গ করেই যে শ্রীলেখা এই পোস্ট করেছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এমনিতেই স্পষ্ট এবং বোল্ড কথা বলার জন্য ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ বলে পরিচিত শ্রীলেখা। শুধু অর্পিতাকে ব্যঙ্গ করাই নয়, তাঁর পোস্টে ঘুরিয়ে রাজ্যের শাসকদলকেও একহাত নিয়েছেন শ্রীলেখা। সে কারণেই পোস্টের শেষ বাক্য়ে তিনি লিখেছেন, ‘‘কোটি কোটি পেন্নাম টিম জয় বাংলা’’। ঘটনাচক্রে বৃহস্পতিবার ২১শে জুলাইয়ের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন যে, বাড়িতে ইডি এলে মুড়ি খাওয়াবেন। তাঁর এহেন বাক্যবাণের পরদিনই অর্পিতার বাড়িতে ইডির তল্লাশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্য় বিজেপি। ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিআইএম-ও। ‘টিম জয় বাংলা’র মাধ্যমে যে রাজ্যের শাসকদলকেই তাঁর পোস্টে বিদ্ধ করতে চেয়েছেন শ্রীলেখা, তা একপ্রকার স্পষ্ট।