আর্ট কলেজের ‘পরম্পরা’ এ বার বাড়ি বসেই, কারণ করোনা
গভারমেন্ট কলেজ অফ আর্ট এ্যান্ড ক্রাফ্টের ১৫৬ তম বর্ষ। তাদের বার্ষিক প্রদর্শনী ‘পরম্পরা’ এই বছর হতে চলেছে ভার্চুয়ালি।
কোভিড পরিস্থিতিতে সোশ্যাল ডিস্ট্যানন্সিং আর আইসোলেশন দু’টি নতুন শব্দের সঙ্গে পরিচিত হয়েছে সারাবিশ্ব। মিউজিক কনসার্ট থেকে সাংবাদিক সম্মেলন সবই এখন ভার্চুয়াল মাধ্যমে। তেমনিই গভারমেন্ট কলেজ অফ আর্ট এ্যান্ড ক্রাফ্টও এ বার ঝুঁকেছে ভার্চুয়াল প্রদর্শনীতে।
গভারমেন্ট কলেজ অফ আর্ট এ্যান্ড ক্রাফ্টের ১৫৬তম বর্ষ। তাদের বার্ষিক প্রদর্শনী ‘পরম্পরা’ এই বছর হতে চলেছে ভার্চুয়ালি। কলেজের প্রধান অধ্যাপক প্রফেসর ছত্রপতি দত্তর জানিয়েছেন পরম্পরা, গভারমেন্ট কলেজের বার্ষিক প্রদর্শনী। যা প্রতি বছর ডিসেম্বরে অধ্যাপকদের সহায়তায় ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজন করা হয়।
আরও পড়ুন:থিয়েটার পাড়ার স্মৃতিসরণিতে পদচারণা লকডাউন ডকু ‘স্পটলাইট’-এর, থাকছে সৌমিত্রর ‘শেষ’ ভিডিয়ো রেকর্ডিং
কিন্তু এই বছর করোনা পরিস্থিতে এই প্রদর্শনী আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই এই বছর ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের যৌথ উদ্যোগে ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন করেছেন তারা। এই ভার্চুয়াল প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
শিল্পী ও শিল্পপ্রেমীদের আবদারে প্রতিষ্ঠানের ইতিহাসে এই প্রথম বার প্রযুক্তির সঙ্গে হাত মিলিয়ে ভার্চুয়াল প্রদর্শনী হতে চলেছে। মোট ১১টা গ্যালারি নিয়ে এই প্রদর্শনীতে সকল বিভাগের ছাত্রছাত্রীদের কাজ থাকবে।