প্রকাশ্যে হৃত্বিকের ঠোঁট কামড়ে চুমু, রেখার কাণ্ড দেখে বিতর্কের ঝড়

Hrithik-Rekha Controversy: সেই মুহূর্তে কোথাও গিয়ে যেন এই বিতর্ক নিয়ে মন্তব্য করতে পারেননি হৃত্বিক রোশন। সোশ্যাল মিডিয়ায় এতটা দাপটও ছিল না, যার ফলে অভিনেতার মন্তব্য বা যুক্তি দর্শকদের কাছে যায়নি। তবে সেই ছবি আজও সোশ্যাল মিডিয়ায় চর্চিত। রেখার সঙ্গে একাধিক অভিনেতার নাম জড়িয়ে খবর ভাইরাল হয়েছে। তবে হৃত্বিক রোশনকে নিয়ে এই চর্চা আজও বর্তমান।

| Updated on: Jan 17, 2024 | 5:58 PM
রেখা ও হৃত্বিক রোশন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন এক অনুষ্ঠানে প্রকাশ্যে চুমু বিতর্কে। অথচ পর্দায় তাঁরা ছিলেন মা-ছেলে। অর্থাৎ রেখা হৃত্বিকের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

রেখা ও হৃত্বিক রোশন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন এক অনুষ্ঠানে প্রকাশ্যে চুমু বিতর্কে। অথচ পর্দায় তাঁরা ছিলেন মা-ছেলে। অর্থাৎ রেখা হৃত্বিকের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

1 / 8
ছবির নাম ছিল কোয়ি মিল গেয়া। সেই ছবিতেই এই দুই স্টারকে প্রথম দেখেছিল দর্শকেরা। ফলে এই জুটির এমন ছবি মেনে নিতে বেজায় কষ্ট হয় অনেকের। রাতারাতি উঠে বিতর্কের ঝড়।

ছবির নাম ছিল কোয়ি মিল গেয়া। সেই ছবিতেই এই দুই স্টারকে প্রথম দেখেছিল দর্শকেরা। ফলে এই জুটির এমন ছবি মেনে নিতে বেজায় কষ্ট হয় অনেকের। রাতারাতি উঠে বিতর্কের ঝড়।

2 / 8
রেখার কর্মজীবনে একাধিক বিতর্ক বর্তমান। কখনও সামনে আসতে দেখা যায় তাঁর পরোকীয়া সম্পর্কের কথা, কখনও আবার একাধিক সেলেবের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা। তাই বলে ২০ বছরের ছোট অভিনেতার সঙ্গে...।

রেখার কর্মজীবনে একাধিক বিতর্ক বর্তমান। কখনও সামনে আসতে দেখা যায় তাঁর পরোকীয়া সম্পর্কের কথা, কখনও আবার একাধিক সেলেবের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা। তাই বলে ২০ বছরের ছোট অভিনেতার সঙ্গে...।

3 / 8
একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় হৃতিক রোশন ও রেখাকে। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ইভেন্টের ছবি। হৃত্বিকের কেরিয়ার তখন সবে মাত্র শুরু হয়েছে।

একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় হৃতিক রোশন ও রেখাকে। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ইভেন্টের ছবি। হৃত্বিকের কেরিয়ার তখন সবে মাত্র শুরু হয়েছে।

4 / 8
তারই মধ্যেই রেখাকে ঘিরে জল্পনায় জড়িয়ে যায় হৃত্বিকের না। হঠাৎই সকলের সামনে হৃত্বিকের ঠোঁটে চুমু খেয়ে বসেন রেখা। লিপলকের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। পাপারাৎজিদের ক্যামেরায় তা ফ্রেমবন্দি হয় মুহূর্তে।

তারই মধ্যেই রেখাকে ঘিরে জল্পনায় জড়িয়ে যায় হৃত্বিকের না। হঠাৎই সকলের সামনে হৃত্বিকের ঠোঁটে চুমু খেয়ে বসেন রেখা। লিপলকের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। পাপারাৎজিদের ক্যামেরায় তা ফ্রেমবন্দি হয় মুহূর্তে।

5 / 8
এরপর থেকে কড়া ভাষায় সমালোচিত হতে শুরু করেন রেখা। পাশাপাশি হৃত্বিককে নিয়েও শুরু হয়ে যায় নানা গুজব ছড়ানো। ২০ বছরের ছোট স্টারের সঙ্গে এ কেমন ব্যবহার। যদিও ছবি দেখে মাত্র বিষয়টা স্পষ্ট হয়ে যায় একপ্রকার জোর করেই হৃত্বিককে চুমু খাওয়া হয়।

এরপর থেকে কড়া ভাষায় সমালোচিত হতে শুরু করেন রেখা। পাশাপাশি হৃত্বিককে নিয়েও শুরু হয়ে যায় নানা গুজব ছড়ানো। ২০ বছরের ছোট স্টারের সঙ্গে এ কেমন ব্যবহার। যদিও ছবি দেখে মাত্র বিষয়টা স্পষ্ট হয়ে যায় একপ্রকার জোর করেই হৃত্বিককে চুমু খাওয়া হয়।

6 / 8
তবে সেই মুহূর্তে কোথাও গিয়ে যেন এই বিতর্ক নিয়ে মন্তব্য করতে পারেননি হৃত্বিক রোশন। সোশ্যাল মিডিয়ায় এতটা দাপটও ছিল না, যার ফলে অভিনেতার মন্তব্য বা যুক্তি দর্শকদের কাছে যায়নি।

তবে সেই মুহূর্তে কোথাও গিয়ে যেন এই বিতর্ক নিয়ে মন্তব্য করতে পারেননি হৃত্বিক রোশন। সোশ্যাল মিডিয়ায় এতটা দাপটও ছিল না, যার ফলে অভিনেতার মন্তব্য বা যুক্তি দর্শকদের কাছে যায়নি।

7 / 8
তবে সেই ছবি আজও সোশ্যাল মিডিয়ায় চর্চিত। রেখার সঙ্গে একাধিক অভিনেতার নাম জড়িয়ে খবর ভাইরাল হয়েছে। তবে হৃত্বিক রোশনকে নিয়ে এই চর্চা আজও বর্তমান।

তবে সেই ছবি আজও সোশ্যাল মিডিয়ায় চর্চিত। রেখার সঙ্গে একাধিক অভিনেতার নাম জড়িয়ে খবর ভাইরাল হয়েছে। তবে হৃত্বিক রোশনকে নিয়ে এই চর্চা আজও বর্তমান।

8 / 8
Follow Us: