Risk Of Allergy: অ্যালার্জি আছে? সাবধান! সঙ্গে বাড়ছে উচ্চ রক্তচাপ, হার্টের অসুখের ঝুঁকিও

Allergy Illnesses: সঠিক সময়ে অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা না করলে তা প্রাণঘাতী হতে পারে। ‘অ্যানাফাইলেকটিক শক’ বা ‘অ্যানাফাইলাক্সিস’ হল এমনই এক অবস্থা যখন অ্যালার্জিজনিত উপসর্গে রোগীর প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায়।

Risk Of Allergy: অ্যালার্জি আছে? সাবধান! সঙ্গে বাড়ছে উচ্চ রক্তচাপ, হার্টের অসুখের ঝুঁকিও
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 11:49 PM

সিজনাল অ্যালার্জি (Seasonal allergies) বা ঋতু পরিবর্তনের সময় টুকটাক সর্দিকাশি অনেকরই হয়। তাই নিয়ে বিশেষ কেউ মাথা ঘামায় না। তবে সারাবছর ধরেই নাক থেকে জল ঝরা, হাঁচি, কাশির সমস্যা হলে তা চিন্তার বিষয় বইকি! এই ধরনের শারীরিক সমস্যা হয় অ্যালার্জি থেকে। আর অ্যালার্জিজনিত অসুখ রোজকার কাজেও বিস্তর বিপত্তি ডেকে আনে। সাধারণত অ্যালার্জি শুরু হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার (immune system) প্রতিক্রিয়ায়।

বিষয়টি একটু ভেঙে বলা দরকার। ধুলো, ধোঁয়া, পরাগরেণুর সংস্পর্শে আমরা সকলেই আসি। তবে কিছু কিছু ব্যক্তি এই ধরনের বস্তুর সংস্পর্শে এলেই তাঁদের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে শুরু করে। ওই ব্যক্তির ঘনঘন হাঁচি পড়তে থাকে। নাক দিয়ে জল ঝরতে থাকে। হয় কাশি। কারও কারও ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো লক্ষণও দেখা যায়। আসলে ওই ব্যক্তির দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ওই নির্দিষ্ট বস্তু অর্থাৎ ধুলো, ধোঁয়া কিংবা পরাগরেণুর সংস্পর্শে এলেই অতিসক্রিয় হয়ে ওঠে ও তাদের ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। এই কারণেই হাঁচি, কাশি, নাক দিয়ে জল ধরার মতো উপসর্গ দেখা দেয়।

জানলে অবাক হবেন, সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গিয়েছে, অ্যালার্জি উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলতে পারি। এমনকী তৈরি করতে পারে হার্ট ডিজিজের সমস্যাও। সোসাইটি অব কার্ডিওলজি জার্নালের তথ্য অনুসারে, অ্যালার্জি হওয়ার ইতিহাস আছে এমন প্রাপ্তবয়স্কদের উচ্চ রক্তচাপ এবং করোনারি আর্টারি ডিজিজ-এ ভোগার আশঙ্কা থেকে যায়।

প্রাথমিক গবেষণায়, অ্যালার্জিজনিত অসুখ এবং কার্ডিওভাসকুলার ডিজিজ-এর মধ্যে যোগাযোগের প্রমাণ মিলেছে। গবেষকরা মোট ৩৪,৪১৭ জনের ওপর সমীক্ষা চালান। উক্ত ব্যক্তিবর্গের অর্ধেক ছিলেন পুরুষ। অর্ধেক নারী। সমীক্ষার অধীনে থাকা লোকের গড় বয়স ছিল ৪৮.৫ বছর। এছাড়া তাদের মধ্যে ১০ হাজার ৪৫জন ছিলেন অ্যালার্জির রোগী।

গবেষকরা সমীক্ষার অধীনে থাকা ব্যক্তির বয়স, লিঙ্গ, জাতি, ধূমপান ও মদ্যপানের অভ্যেস, বেসিক মেটাবলিক রেট-এর বিষয়গুলি সহ আরও কিছু বিষয় বিচারে রেখেছিলেন। সমীক্ষা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পর দেখা যায়— অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তিরা উচ্চ রক্তচাপ এবং করোনারি আর্টারি ডিজিজ-এ ভোগেন বেশি। বৈজ্ঞানিকরা এও দেখেন, অন্যদের তুলনায় ৩৯ থেকে ৫৭ বছর বয়সের মধ্যে থাকা ব্যক্তি, পুরুষ এবং কৃষ্ণাঙ্গ আফ্রিকান আমেরিকানদের উচ্চ রক্তচাপ ও করোনারি আর্টারি ডিজিজ-এ ভোগার আশঙ্কাও যথেষ্ট বেশি।

কীভাবে বুঝবেন অ্যালার্জি আছে?

যে বিষয় বা বস্তু থেকে কোনও ব্যক্তিছবিটি প্রতীকীর অ্যালার্জির উপসর্গ হয়, সেই বস্তুটিকে অ্যালার্জেন বলে। অর্থাৎ কোনও ব্যক্তির পরাগরেণু থেকে অ্যালার্জি হলে, ওই ব্যক্তির কাছে পরাগরেণু হল অ্যালার্জেন। অ্যালার্জেনের সংস্পর্শে আসার মিনিটখানেকের মধ্যেই উপসর্গ প্রকাশ পেতে শুরু করে। তবে কিছু কিছু ক্ষেত্রে উপসর্গের প্রকাশে ঘণ্টাখানেকও পেরিয়ে যায়।

সঠিক সময়ে অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা না করলে তা প্রাণঘাতী হতে পারে। ‘অ্যানাফাইলেকটিক শক’ বা ‘অ্যানাফাইলাক্সিস’ হল এমনই এক অবস্থা যখন অ্যালার্জিজনিত উপসর্গে রোগীর প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায়।

এক্ষেত্রে রোগীর শ্বাসনালীর কোষগুলি সংকুচিত হয়ে পড়ে। রক্তচাপ কমে যায়। এছাড়া আরও কিছু উপসর্গ থাকে যথা—

• সারা শরীরে র‍্যাশ ও চুলকানি। • জ্বর। • গলা ও জিভ ফুলে যাওয়া। • শ্বাসকষ্ট। • মাথা ঘোরা • মাথা ব্যথা • সারা শরীরে যন্ত্রণা। • বমি হওয়া বা বমিবমি ভাব থাকা। • কিছু ক্ষেত্রে ডায়ারিয়া দেখা দেয়। • রোগীর সংজ্ঞাহীন হয়ে পড়ার আশঙ্কা থাকে। • হৃদস্পন্দন বেড়ে যায়।

অতএব একজন ব্যক্তির কোনও জিনিস থেকে অ্যালার্জি থাকলে ওই জিনিসটির সংস্পর্শে আসা চলবে না। এছাড়া সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন: World Liver Day 2022: লিভারকে সুস্থ রাখতে কী কী করবেন, কোনগুলি এড়িয়ে যাবেন, তা অবশ্যই জানুন

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।