করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেখা দিয়েছে নয়া উপসর্গ, জানেন কী?
করোনা অতিমারীতে নিজে সচেতন তো হবেনই, পাশাপাশি যাঁরা অবিবেচকের মতো ঘুরছেন, তাঁদেরকেও সাবধান করার দায়িত্ব আপনারই। প্রথমবারের তুলনায় আরও ভয়ংকর আকার নিয়েছে কোভিড, তা এখন সকলেরই জানা। বর্তমানে করোনায় আক্রান্ত হলে কোন কোন উপসর্গ দেখা দিচ্ছে, তা জেনে নিন এখানে...
দেশে আছড়ে পড়েছে মারণভাইরাসের দ্বিতীয় ঢেউ। করোনা টিকাকরণ প্রক্রিয়া চলছে সারা দেশজুড়ে। কিন্তু তার মধ্যেও নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। করোনার টিকা নেওয়া সত্ত্বেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেকের ধারণা, করোনা পরিস্থিতিতে যাঁরা দুর্বল প্রকৃতির, রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাঁদের, তাঁরাই আক্রান্ত হন বেশি। এই ধারণা একেবারেই ভুল। কারণ চিকিত্সকরা জানাচ্ছেন, জিমে যাওয়া ও স্বাস্থ্যে প্রতি যত্নবান মানুষকেও ছাড়ছে না এই মারণভাইরাস।
আরও পড়ুন: করোনা আবহে ফুসফুস সুস্থ রাখুন এই তিন উপায়ে
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। গুজরাতের হাসপাতালগুলিতে কোভিড রোগীদের স্থান দেওয়ার অবস্থা নেই। সেখানকার অধিকাংশ চিকিত্সকের মতে, পুরনো ভাইরাসের যে ক্ষমতা ছিল তা এই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে ভাইরাসের ভোল বদলে গিয়েছে। সে এখন আরও শক্তিশালী রূপ ধারণ করেছে। কোভিডের উপসর্গ হিসেবে যে যে লক্ষণগুলি চিহ্নিত করা হয়েছিল সেগুলি ছাড়াও এখনও আরও উপসর্গ যুক্ত হয়েছে। জ্বর ও কাশি ছাড়াও এই মুহূর্তে আপনি যে করোনা আক্রান্ত হয়েছেন, তা বুঝবেন কীভাবে, জেনে নিন এখানে…
১. তলপেটে অসহ্য যন্ত্রণা, ২. বমি-বমি ভাব। সঙ্গে মাথাব্যাথা, মাথা ঝিমঝিম করা, ৩. ঠান্ডা লাগা, ৪, বারবার বমি হওয়া ৫. গাঁটে গাঁটে ব্যাথা, কোমড়ে ও ঘাড়ে অসহ্য যন্ত্রণা, ৬. পেটে গ্যাসের সমস্যা ৭. ক্লান্তিভাব ৮. খাওয়ার অরুচি
আরও পড়ুন : COVID Vaccine: কোভিড টিকা নিয়েছেন? শরীরে টিকা কাজ করছে কিনা তা বুঝবেন কীভাবে…
এ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড অনির্বাণ দলুই দানিয়েছেন, ‘অন্যদিনের তুলনায় অসুস্থ বোধ করলেই স্থানীয় চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করুন। নয়া মিউট্যান্টের করোনাভাইরাসে আক্রান্ত হলে সঠিক কী কী উপসর্গ দেখা দিচ্ছে তা বলা কঠিন। কিন্তু প্রাথমিকভাবে যা যা লক্ষ করা গিয়েছে, তা হল হাঁটাচলা করতে গিয়ে যদি বুকে ব্যথা অনুভব করে, বুকে চাপ ধরে, আগের থেকে দুর্বল হয়ে পড়ছেন, ক্লান্তিভাব সবসময় অনুভব করছেন, হঠাত করে বুকে ব্যাথা শুরু হবে। পাশাপাশি টানা পাঁচদিন ধরে তীব্র জ্বরের কবলে পড়লে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন।’
আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে যে হারে করোনা ছড়িয়ে পড়ছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চিকিত্সকবিজ্ঞানীদের। ভারতের মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক, কেরল, পঞ্জাব ছাড়াও এ রাজ্যেও বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা। এপ্রিলের গোড়াতেই এক লক্ষ ছাড়িয়েছে মোট আক্রান্তের সংখ্যা। ফলে করোনা অতিমারীতেই আরও ভয়ংকর আকার নিয়ে ফের যে কোভিড হানা দিয়েছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে কীভাবে নিজের যত্ন নেবেন তা নিয়ে চিকিত্সকরা বারবার সতর্ক করে চলেছেন। যে কোনও জায়গায় হাত দেওয়ার পরই হাত স্যানিটাইজড করুন, কয়েক মিনিট অন্তর অন্তর হাতে সাবান দিয়ে হাত ধুতে থাকুন। দরকার ছাড়া বাইরে বেশি না বের হওয়াই বুদ্ধিমানের কাজ। যে কোনও মাস্ক পড়লেই চলবে, তা কিন্তু নয়। সঠিক মাস্ক পরে, শারীরিরক দূরত্ব বজায় রেখে চলাচল করুন।