Homoeopathy: নাছোড়বান্দা মাথাব্যথা থেকে দ্রুত মুক্তি পেতে হোমিওপ্যাথিই ভরসা! দ্রুত সারবে এই ৭ ওষুধে

Nagging Headache: মাথা থাকলে ব্যথা হবেই। তবে সব মাথা ব্যথার কারণ এক নয়। অতএব ভিন্ন কারণে মাথা ব্যথা হলে নিরাময়ের জন্য ওষুধও আলাদা হওয়া দরকার। হোমিওপ্যাথিতে সাত ধরনের মাথা ব্যথার জন্য রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়াহীন আলাদা ওষুধ। জানুন সেগুলি কী কী?

Homoeopathy: নাছোড়বান্দা মাথাব্যথা থেকে দ্রুত মুক্তি পেতে হোমিওপ্যাথিই ভরসা! দ্রুত সারবে এই ৭ ওষুধে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 3:39 PM

মাথা ব্যথার (Headache) ধরন একাধিক। কখনও মাথার একদিকে ব্যথা করে। কখনও সারা মাথা জুড়ে থাকে ব্যথা। কারও কারও একটানা ব্যথা হয়, কারও আবার কয়েকদিন অন্তর। কারও কারও ব্যথার সঙ্গে বমি বমি ভাব থাকে, কারও আবার খিদে পায়। কারও আলো সহ্য হয় না কারও আবার ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে। ব্যক্তি বিশেষেও মাথা ব্যথার ধরনও পালটে যায়। কারও কারও আবার সকালে ঘুম থেকে উঠেই মাথা ধরে থাকে। কোনও কোনও ব্যক্তির আবার দুশ্চিন্তা থেকেও মাথা ধরে। কারণ যাই হোক না কেন, একবার মাথা ব্যথা শুরু হলে তা সহজে ছাড়তে চায় না। সারাদিনের কাজ পণ্ড হয়। মুশকিল হল মাথা ব্যথা হলেই আমরা টপাটপ বেদনানাশক ওষুধ (Painkiller medicine) খেয়ে নিই। কিছু ক্ষেত্রে তা কাজও করে। তবে পুনরায় অসুখ ফিরে আসে। তাই গোড়া থেকে রোগ নির্মূল করা প্রয়োজন। এখানেই হোমিওপ্যাথি ওষুধ (Homoeopathic Medicines) গুরুত্বপূর্ণ হয়ে যায়। হোমিওপ্যাথিক ওষুধ রোগীর রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে জটিলতা দূর করে। ফলে রোগ ফিরে আসার আশঙ্কাও দূর হয়।

মাথা ব্যথায় ইন্ধন জোগায় কোন কোন বিষয়?

মাথাব্যথায় ইন্ধন জোগাতে পারে বেশ কতকগুলি বিষয়— • অনেকক্ষণ ধরে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বা বই পড়ার কারণে চোখে চাপ পড়ে। সেখান থেকেও হতে পারে মাথা ব্যথা। • দীর্ঘ সময় খাবার না খেলেও ব্যথা হয়। • অনিদ্রা এবং ভালো ঘুম না হলেও অনেকে মাথা ব্যথার সমস্যায় ভোগেন। • কোলাহল এবং উচ্চ শব্দের কারণেও কিছু ব্যক্তির মাথা ব্যথার সমস্যা হয়। • উৎকণ্ঠায় ভুগলেও মাথা ব্যথা করে। • শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশন হলে মাথা ব্যথার উপসর্গ দেখা যেতে পারে। • সাইনাসের সমস্যাও তৈরি করে মাথাব্যথার সমস্যা। • মাত্রাতিরিক্ত কফি পান করলেও হতে পারে মাথা ব্যথা।

মাথা ব্যথার বিকল্প চিকিৎসা

যে কোনও বেদনানাশকের নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এমনকী দীর্ঘদিন ধরে ঘনঘন প্যারাসিটেমল খেলেও তার কুপ্রভাব পড়ে লিভারে। সমস্যা হল বেদনানাশক শুধুমাত্র উপসর্গ দূর করতে পারে। মূল কারণের কোনও চিকিৎসা করে না। ফলে সমস্যা বারবার ফিরে আসতে থাকে। তাই গোড়া থেকে রোগের চিকিৎসা হওয়া দরকার যা করতে পারে হোমিওপ্যাথি চিকিৎসাপদ্ধতি। হোমিওপ্যাথি রোগের নয়, রোগীর চিকিৎসা করে। হোমিওপ্যাথিতে মাথা ব্যথার চিকিৎসার জন্য একাধিক ওষুধ রয়েছে যা মাথা ব্যথার সমস্যা থেকে যে কোনও ব্যক্তিকে সম্পূর্ণ মুক্তি দিতে পারে। অভিজ্ঞ হোমিওপ্যাথি বিশেষজ্ঞ রোগীর নানা বৈশিষ্ট্য ও উপসর্গের বৈচিত্র বুঝে ওষুধ দেন। ফলে রোগী অসুখ থেকে মুক্তি পান।

আর্নিকা: মাথায় আঘাত থেকে একটানা ব্যথা হতে থাকলে আর্নিকা খুব ভালো কাজ করে।

বেলেডোনা: অনেকের ব্যথায় মাথা দপদপ করতে থাকে। যন্ত্রণায় মাথা ফেটে যাবেও মনে হয়। এই ধরনের উপসর্গের সঙ্গে মাথার ডানদিকে ব্যথা হলে এবং দ্রুত ব্যথা শুরু হলে ও বাড়তে থাকলে এবং দীর্ঘসময় রোদে কাটানোর পরে এমন বেদনায় ভুগতে হলে বেলেডোনা দারুণ উপকারে আসে।

ব্রায়োনিয়া অ্যালবা: নড়াচড়া করলেই ব্যথা বাড়ছে, মুখগহ্বর ও ঠোঁট শুকনো লাগছে এবং ব্যথা বাম চোখে বেশি হচ্ছে মনে হলে সঠিক ওষুধ ব্রায়োনিয়া অ্যালবা।

চায়না: রক্তাল্পতা, শ্রান্তি এবং দুর্বলতার কারণে মাথা ব্যথা হলে চায়না সর্বোৎকৃষ্ট।

সিমিসিফুগা: পিরিয়ড চলাকালীন ঘাড় ব্যথার সঙ্গে মাথা ব্যথা হলে ওষুধটি কার্যকরী।

রেনানকিউলাস বালবোসিস: আবহাওয়া পরিবর্তনের কারণে মাথা ব্যথা হলে ওষুধটি প্রয়োগ করা যায়।

নাক্স ভমিকা: উগ্র সুগন্ধি, উচ্চ শব্দ, হজমে সমস্যা, এবং টেনশনের কারণে মাথা ব্যথা করলে ওষুধটি উপকারে আসে।

মনে রাখবেন—

ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে আলাদা মাত্রা ও শক্তির হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে। তাই নিজের মর্জিমত হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায় না। অতএব দীর্ঘদিনের নাছোড়বান্দা মাথা ব্যথার সমস্যা হলে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন ও ওষুধ খান।