AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hrithik Roshan and Blood Donation: বিরল ব্লাডগ্রুপ হৃত্বিকের, এই ৩ গ্রুপের রক্ত সম্পর্কে জেনে নিন…

বিরল গ্রুপের রক্তের মধ্যে রয়েছে Rh null, AB নেগেটিভ, A নেগেটিভ, B নেগেটিভ এবং AB পজিটিভ। এছাড়াও বোম্বে ব্লাড গ্রুপকেও কিন্তু বিরল হিসেবে ধরা হয়

Hrithik Roshan and Blood Donation: বিরল ব্লাডগ্রুপ হৃত্বিকের, এই ৩ গ্রুপের রক্ত সম্পর্কে  জেনে নিন...
রক্তদান নিয়ে যা বললেন হৃত্বিক
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 6:18 PM
Share

রক্তদান খুব ভাল অভ্যাস এবং প্রত্যেকের মধ্যে এই অভ্যাস থাকা প্রয়োজন। শুধুমাত্র সামজিক কারণেই নয়, সরীরের জন্য ভাল এই অভ্যাস। সম্প্রতি হৃতিক রোশন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি রক্তদানের ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে ভক্তদের থেকে প্রচুর প্রশংসাও কিন্তু তিনি পেয়েছেন। বিরল রক্ত গ্রুপের অধিকারী হৃত্বিক। ১৮ ফেব্রুয়ারি ছিল World Random Act of Kindness Day. আর মানবতার এমন বিশেষ দিনেই রক্তদান করেন হৃত্বিক।

নিজের ইন্সটাগ্রামে ৪৮ বছর বয়সী অভিনেতা লেখেন, তাঁর রক্তের গ্রুপ বি- নেগেটিভ। যা খুব বিরল। এবং খুব কম হাসপাতালেই পাওয়া যায়। তাই হৃত্বিকেরল পরামর্শ সবাই এগিয়ে আসুন এবং রক্তদান করুন। সকলকে উৎসাহ দিতে স্বাস্থ্যের জন্য উপকারিতার কথাও বুঝিয়ে বলতে ভোলেননি তিনি। বি নেগেটিভ ছাড়াও আরও দুই বিরল গ্রুপের রক্ত রয়েছে। এবি নেগেটিভ এবং এবি পজিটিভ। আর তাই সকল মানুষের উচিত রক্তের পরীক্ষা করানো এবং সেই সঙ্গে রক্তের গ্রুপ নির্ধারণ করে রাখাও প্রয়োজন।

রক্তের গ্রুপ কী ভাবে নির্ধারণ করবেন?

রক্তের গ্রুপ হল জিনগত। শিশুরা তাঁদের মা-বাবার কাছ থেকে তা উত্তরাধিকার সূত্রে পায়। সাধারণত বাচ্চার সঙ্গে মা-বাবার রক্তগ্রুপের মিল থাকে। রক্তের গ্রুপ নির্ধারণ করতে ABO সিস্টেম আর Rh- ফ্যাক্টর বিবেচনা করা হয়। রক্ত কোশে থাকে Rh উপাদান। আর রক্তে যদি Rh- প্রোটিন থাকে তাহলে সেই ব্যক্তিকে পজিটিভ এবং যাঁদের রক্তে এই প্রোটিন থাকে না তাদের Rh- নেগেটিভ ধরা হয়।

রক্তের বিভিন্ন গ্রুপ

ABO-সিস্টেমের উপর ভিত্তি করে কত্তের বিভিন্ন প্রকারভেদ করা হয়।

A-নেগেটিভ B-পজিটিভ B- নেগেটিভ AB-পজিটিভ AB-নেগেটিভ O-পজিটিভ O-নেগেটিভ

রক্তে যদি A অ্যান্টিজেন থাকে তাহলে A এবং যদি B অ্যান্টিজেন থাকে তাহলে B বলে ধরা হয়। O গ্রুপের রক্তে এই A এবং B কোনও অ্যান্টিজেনও থাকে না। আবার AB গ্রুপের রক্তে A এবং B উভয় অ্যান্টিজেন থাকে।

বিরল গ্রুপের রক্তের মধ্যে রয়েছে Rh null, AB নেগেটিভ, A নেগেটিভ, B নেগেটিভ এবং AB পজিটিভ। এছাড়াও বোম্বে ব্লাড গ্রুপকেও কিন্তু বিরল হিসেবে ধরা হয়। যে সব গ্রুপের রক্ত খুব কম জনসংখ্যার মধ্যে থাকে সেই সব গ্রুপকেই কিন্তু বিরল হিসেবে বিবেচনা করা হয়। A-নেগেটিভ রক্তের গ্রুপ মোটে ৬ শতাংশের ক্ষেত্রে দেকা যায়। তবে এখান থেকে যে প্লাজমা এবং প্লেটলেট পাওয়া যায় তা ট্রান্সফিউশনে ব্যবহার করা হয়। এছাড়াও এবি-নেগেটিভ রক্তগ্রুপের জনসংখ্যাও খুব কম। অ্যান্টিজেন থাকে, কোনও রকম অ্যান্টিবডি থাকে না।   তাই এই গ্রুপের মানুষরা  অন্য কারোর রক্ত নিতে পারেন না। সবাইকে রক্ত দিতে পারেন।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন: Fatty liver disease: লিভারের সমস্যায় ভুগছেন? নিঃশ্বাসের দুর্গন্ধই তা জানান দেবে …